ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে যাওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রের চালু দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় স্টিম পাইপ ফেটে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট চালু রয়েছে; যা থেকে ৭৫-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন তিনটি ইউনিট নিয়ে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। তাপবিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল কারণে একটি ইউনিটকে পর্যায়ক্রমে ওভারহোলিংয়ে রেখে দুটি ইউনিট চালু রাখা হয়। যার মধ্যে ১ ও ৩ নম্বর ইউনিট চালু ছিল। চালু থাকা দুটি ইউনিটের মধ্যে গতকাল সন্ধ্যায় স্টিম পাইপ ফেটে যাওয়ায় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। এই ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ২ হাজার ৬০০ টন কয়লা ব্যবহার করা হয়। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ওখানে প্রচণ্ড গরম থাকায় ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা হলেই মেরামত করতে এক দিন সময় লাগতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ইউনিট থেকে প্রতিদিন উৎপাদন হতো, এখন উৎপাদন ঘাটতি হবে। এতে গ্রিডে বিদ্যুৎ ঘাটতি হতে পারে।’
প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘চালু দুটি ইউনিটের মধ্যে বর্তমানে ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটটি উৎপাদনে রয়েছে। এই ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতিদিন ৯০০ থেকে এক হাজার টন কয়লা প্রয়োজন হচ্ছে। অপর দিকে সংস্কারকাজের জন্য ১ নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। ২ নম্বর ইউনিট চালু হলে ওই ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।’

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে যাওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রের চালু দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় স্টিম পাইপ ফেটে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট চালু রয়েছে; যা থেকে ৭৫-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন তিনটি ইউনিট নিয়ে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। তাপবিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল কারণে একটি ইউনিটকে পর্যায়ক্রমে ওভারহোলিংয়ে রেখে দুটি ইউনিট চালু রাখা হয়। যার মধ্যে ১ ও ৩ নম্বর ইউনিট চালু ছিল। চালু থাকা দুটি ইউনিটের মধ্যে গতকাল সন্ধ্যায় স্টিম পাইপ ফেটে যাওয়ায় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। এই ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ২ হাজার ৬০০ টন কয়লা ব্যবহার করা হয়। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ওখানে প্রচণ্ড গরম থাকায় ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা হলেই মেরামত করতে এক দিন সময় লাগতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ইউনিট থেকে প্রতিদিন উৎপাদন হতো, এখন উৎপাদন ঘাটতি হবে। এতে গ্রিডে বিদ্যুৎ ঘাটতি হতে পারে।’
প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘চালু দুটি ইউনিটের মধ্যে বর্তমানে ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটটি উৎপাদনে রয়েছে। এই ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতিদিন ৯০০ থেকে এক হাজার টন কয়লা প্রয়োজন হচ্ছে। অপর দিকে সংস্কারকাজের জন্য ১ নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। ২ নম্বর ইউনিট চালু হলে ওই ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে