রংপুর প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁকে রমেক হাসপাতালকে থেকে বদলি করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ. ম. আখতারুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমেক হাসপাতাল পরিচালক শরীফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
একই প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিনকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগে, মো. সাখাওয়াত উল্লাহকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাটে, ঢাকা মহাখালীর নিপসম এপিডেমিওলজি বিভাগ থেকে কাজী শফিকুল হালিমকে পরিচালক (এমবিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত পরিচালক শীতল চৌধুরীকে পরিচালক পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা বিভাগীয় উপরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফকে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বলে উল্লেখ বলা হয়।
পরিচালক শরীফুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা পরিচালকের অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তাঁরা। একই সঙ্গে পরিচালক শরীফুল হাসানকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপপরিচালক, দুই সহকারী পরিচালকসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বদলীকৃতরা হলেন উপপরিচালক আবদুল মোকাদ্দেম, সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরী ও সহকারী পরিচালক আরশাদ হোসেন।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁকে রমেক হাসপাতালকে থেকে বদলি করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ. ম. আখতারুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমেক হাসপাতাল পরিচালক শরীফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
একই প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিনকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগে, মো. সাখাওয়াত উল্লাহকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাটে, ঢাকা মহাখালীর নিপসম এপিডেমিওলজি বিভাগ থেকে কাজী শফিকুল হালিমকে পরিচালক (এমবিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত পরিচালক শীতল চৌধুরীকে পরিচালক পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা বিভাগীয় উপরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফকে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বলে উল্লেখ বলা হয়।
পরিচালক শরীফুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা পরিচালকের অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তাঁরা। একই সঙ্গে পরিচালক শরীফুল হাসানকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপপরিচালক, দুই সহকারী পরিচালকসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বদলীকৃতরা হলেন উপপরিচালক আবদুল মোকাদ্দেম, সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরী ও সহকারী পরিচালক আরশাদ হোসেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
৩ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৪ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে