রংপুর প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা সংখ্যাগুরু না, সংখ্যালঘুও না; আমরা বাংলাদেশি। কাজেই এই বাংলাদেশ এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। জাতির মধ্যে বিভাজন থাকলে এগোনো সম্ভব না। সবাইকে এক করতে না পারলে এগোনোর সময় কেউ পেছনে পড়বে, কেউ সামনে এগিয়ে যাবে। যেমন পতিত স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। তাতে এক শ্রেণি এগিয়ে গেছে, অন্য শ্রেণি পেছনে পড়েছে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অনেকে অনেক রকম কথা বলবেন, জিএনজিরা হয়তো বলবেন, ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে হবে, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো, ১৯৯০ না হলে ২০২৪-এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে। তবে অতীতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে অতীতের মতোই অবস্থা হবে।’
ডা. জাহিদ বলেন, ‘নিজের দুই নাবালক সন্তানের কথা ও সহধর্মিণীর কথা চিন্তা না করে, শুধুমাত্র দেশের কথা চিন্তা করে একজন মেজর হয়ে জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন। শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি, তিনি নিজে যুদ্ধ করেছেন। তিনি যখন ঘোষণা করেন, তখন তিনি সিনিয়র মেজর ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হলেন।’
বিএনপি মানেই জনগণ উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি দিশাহীন জাতিকে দিশার জন্য সিপাহি ও জনতা মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল, উনি নিজে অধিষ্ঠিত হন নাই। বিএনপি মানেই জনগণ। শহীদ জিয়ার বক্তব্য ছিল জনগণই সকল শক্তির উৎস। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এ জন্যই বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। ৫ আগস্টের তিন দিন আগে এক নেত্রী বলেছিলেন, অমুকের বেটি কখনো পালায় না। অথচ তিন দিন পরই ঘটল উল্টোটা। তাই বলতে হবে, আমরা অসীম না, আল্লাহ তায়ালা অসীম। আমরা ক্ষমতাশালী না, ক্ষমতাশালী হলো জনগণ। তাই জনগণকে সামনে রেখে জাতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মো. আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা সংখ্যাগুরু না, সংখ্যালঘুও না; আমরা বাংলাদেশি। কাজেই এই বাংলাদেশ এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। জাতির মধ্যে বিভাজন থাকলে এগোনো সম্ভব না। সবাইকে এক করতে না পারলে এগোনোর সময় কেউ পেছনে পড়বে, কেউ সামনে এগিয়ে যাবে। যেমন পতিত স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। তাতে এক শ্রেণি এগিয়ে গেছে, অন্য শ্রেণি পেছনে পড়েছে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অনেকে অনেক রকম কথা বলবেন, জিএনজিরা হয়তো বলবেন, ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে হবে, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো, ১৯৯০ না হলে ২০২৪-এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে। তবে অতীতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে অতীতের মতোই অবস্থা হবে।’
ডা. জাহিদ বলেন, ‘নিজের দুই নাবালক সন্তানের কথা ও সহধর্মিণীর কথা চিন্তা না করে, শুধুমাত্র দেশের কথা চিন্তা করে একজন মেজর হয়ে জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন। শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি, তিনি নিজে যুদ্ধ করেছেন। তিনি যখন ঘোষণা করেন, তখন তিনি সিনিয়র মেজর ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হলেন।’
বিএনপি মানেই জনগণ উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি দিশাহীন জাতিকে দিশার জন্য সিপাহি ও জনতা মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল, উনি নিজে অধিষ্ঠিত হন নাই। বিএনপি মানেই জনগণ। শহীদ জিয়ার বক্তব্য ছিল জনগণই সকল শক্তির উৎস। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এ জন্যই বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। ৫ আগস্টের তিন দিন আগে এক নেত্রী বলেছিলেন, অমুকের বেটি কখনো পালায় না। অথচ তিন দিন পরই ঘটল উল্টোটা। তাই বলতে হবে, আমরা অসীম না, আল্লাহ তায়ালা অসীম। আমরা ক্ষমতাশালী না, ক্ষমতাশালী হলো জনগণ। তাই জনগণকে সামনে রেখে জাতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মো. আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন।

সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
৯ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামের এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামের আরেক যুবক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে শনিবার (৩ জানুয়ারি) রাতে...
৩০ মিনিট আগে
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ১৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ছাড়া ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে