সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রল ও অকটেন মিলছে না বেশির ভাগ পাম্পেই। জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এমনটি জানিয়েছেন কয়েকজন যানবাহন চালক। আর পাম্প মালিকদের দাবি, ঈদের পর থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
জেলা পেট্রল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, জেলায় ৩৬টি তেল পাম্পে প্রতিদিন প্রায় ৭০ হাজার লিটার পেট্রল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। কিন্তু গত তিন মাস থেকে জ্বালানি পেট্রল ও অকটেনের সরবরাহ কম ছিল। এক মাস ধরে অকটেনের সরবরাহ নেই।
আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন নেই। কিছু কিছু পাম্পে শুধুমাত্র ডিজেল আছে। তবে তাও চাহিদার তুলনায় কম হওয়ায় অল্প পরিমাণে বিক্রি করছে। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যানবাহনচালকরা। শহরের রাজা ফিলিং স্টেশনে তেল নিতে এসেছিলেন মাসুদ রানা (৩৫)। তিনি বলেন, ‘তিনটি পাম্প ঘুরেছি। কোন পাম্পেই নেই পেট্রল কিংবা অকটেন। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছি।’
একই অবস্থা ওয়াসিম হোসেনের। তিনি পেট্রলের জন্য ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তিনি বলেন, ‘আমি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে থাকি সৈয়দপুরে। প্রতিদিন অন্তত ৮০ থেকে ৯০ কিলোমিটার পাড়ি দিতে হয়। দুই দিন ধরে পেট্রলের জন্য ঘুরে একটি পাম্পে থেকে অকটেন নিলাম। তবে সেটিও চাহিদামত পেলাম না। মাত্র দুই লিটার তেল দিয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ঈদের কয়েক দিন আগেই পেট্রল সংকট দেখা দিয়েছে। মানুষকে দিতে পারছি না। ঈদের কিছুদিন আগে যা অকটেন এসেছিল, সেগুলো দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে।
নীলফামারী জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান স্বপন জানান, গত তিন মাস থেকে পেট্রল সংকট চলছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে না পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল নিয়ে পাম্পগুলো চালাতে হচ্ছিল। কিন্তু এখন বাঘাবাড়ী ডিপোতেও পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রল ও অকটেন মিলছে না বেশির ভাগ পাম্পেই। জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এমনটি জানিয়েছেন কয়েকজন যানবাহন চালক। আর পাম্প মালিকদের দাবি, ঈদের পর থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
জেলা পেট্রল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, জেলায় ৩৬টি তেল পাম্পে প্রতিদিন প্রায় ৭০ হাজার লিটার পেট্রল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। কিন্তু গত তিন মাস থেকে জ্বালানি পেট্রল ও অকটেনের সরবরাহ কম ছিল। এক মাস ধরে অকটেনের সরবরাহ নেই।
আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন নেই। কিছু কিছু পাম্পে শুধুমাত্র ডিজেল আছে। তবে তাও চাহিদার তুলনায় কম হওয়ায় অল্প পরিমাণে বিক্রি করছে। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যানবাহনচালকরা। শহরের রাজা ফিলিং স্টেশনে তেল নিতে এসেছিলেন মাসুদ রানা (৩৫)। তিনি বলেন, ‘তিনটি পাম্প ঘুরেছি। কোন পাম্পেই নেই পেট্রল কিংবা অকটেন। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছি।’
একই অবস্থা ওয়াসিম হোসেনের। তিনি পেট্রলের জন্য ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তিনি বলেন, ‘আমি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে থাকি সৈয়দপুরে। প্রতিদিন অন্তত ৮০ থেকে ৯০ কিলোমিটার পাড়ি দিতে হয়। দুই দিন ধরে পেট্রলের জন্য ঘুরে একটি পাম্পে থেকে অকটেন নিলাম। তবে সেটিও চাহিদামত পেলাম না। মাত্র দুই লিটার তেল দিয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ঈদের কয়েক দিন আগেই পেট্রল সংকট দেখা দিয়েছে। মানুষকে দিতে পারছি না। ঈদের কিছুদিন আগে যা অকটেন এসেছিল, সেগুলো দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে।
নীলফামারী জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান স্বপন জানান, গত তিন মাস থেকে পেট্রল সংকট চলছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে না পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল নিয়ে পাম্পগুলো চালাতে হচ্ছিল। কিন্তু এখন বাঘাবাড়ী ডিপোতেও পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে