ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মৃত স্বামীর ভিটে-বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বিউটি আক্তার। তিনি কুয়েত ফেরত প্রবাসী। উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিউটি আক্তার, ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের মৃত মহসিন আলীর স্ত্রী। তাদের দুই ছেলে-মেয়ে আছে। মৃত মহসিন আলীরা দশ ভাইবোন। তাঁরা স্বামী-স্ত্রী উভয়ই কুয়েত প্রবাসী। ২০১৮ সালে কুয়েতে স্বামী মহসিন আলীর মৃত্যু হয়। পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফেরেন বিউটি আক্তার এবং ওঠেন স্বামীর ক্রয়কৃত বাড়িতে। স্বামীকে দাফন-কাফন করে ছেলে-মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে।
আরও জানা গেছে, পরে ২০২২ সালে আবারও দেশে ফিরে এসে বিউটি দেখেন তাঁর স্বামীর বড় ভাই মোবারক হোসেন স্বামীর পৈতৃক বাড়ির অংশ দখল করে রেখেছেন। সে সময় বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি ছেলে-মেয়েসহ এই প্রবাসী নারীকে। পুনরায় তাঁরা ফিরে যান কুয়েত। ওই সময় ঢাকায় দূতাবাসের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগও করেন তিনি।
সর্বশেষ, দুই মাস আগে স্বামীর শেষ স্মৃতিটুকু উদ্ধার করতে দেশে ফেরেন বিউটি আক্তার। তবে কোনোভাবেই স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না তিনি। তাঁর স্বামীর বড় ভাই মোবারক আলী ও তাঁর এক বোন এই জায়গা আত্মসাতের পাঁয়তারা করছে—বলে অভিযোগ ওই নারীর। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিউটি আক্তার জানা, শেষে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি ও স্বামী সম্পত্তি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। তবে এক মাস থেকে জমি মেপে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ গত ২৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তহসিলদার ওই জায়গা মাপতে গেলেও মোবারক হোসেন কোনোভাবেই তা করতে দেননি।
মৃত মহসিন আলীর ছোট বোন টুনটুনি বলেন, ‘আমরা দশ ভাই-বোন, আমি সবার ছোট। আমার ভাই মহসিন আলী ও ভাবি কুয়েত প্রবাসী। ভাই মারা গেছেন, এখন ভাবি ও দুই ছেলে-মেয়ে আছেন। ভাইয়ের ক্রয়কৃত জমিসহ অংশীদার সূত্রে প্রাপ্ত জমি আমার বড় ভাই মোবারক হোসেন জবরদখল করে রেখেছে। ভাবিকে তাঁর বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এ ছাড়াও আমার অংশও দখল করে রেখেছে।’
মৃত মহসিন আলীর আরও এক বড় ভাই মিন্টু হোসেন বলেন, ‘আমার ছোট ভাই বউ বাচ্চাদের নিয়ে কুয়েতে বসবাস করত। সে ১৮ সালে মারা যায়। বর্তমান আমাদের সবার বড় ভাই মোবারক হোসেন তাঁর বাড়িসহ জায়গা দখল করে আছে। কোনভাবেই ফিরতে দিচ্ছেন না। গায়ের জোরে দখল করে আছে। আমরা চাই, আমাদের মৃত ভাইয়ের বাড়ি তাঁর স্ত্রী-সন্তানেরা ফিরে পাক।’
ভুক্তভোগী প্রবাসী বিউটি আক্তার বলেন, ‘স্বামী হারিয়ে আমি একা, ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে। স্বামী বেঁচে থাকতে তাঁর ভিটে-বাড়িতে কুয়েত থেকে এসে বসবাস করতাম। কিন্তু স্বামী মারা যাওয়ার কয়েক বছর পর এসে দেখি আমার স্বামীর বড় ভাই মোবারক হোসেন ঘর-বাড়ি দখল করে রেখেছে। এখন আমাকে আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমি স্বামীর বাড়ি ফিরে পেতে থানাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর ক্রয়কৃত জায়গার কাগজপত্র সব আছে। তারপরও আমার জমি ফিরত পাচ্ছি না। জমি মাপজোখ করে ইউএনও সাহেব আমাকে জমি বের করে দিতে চাইলেও আমার ভাশুর তা করতে দিচ্ছেন না। আমি একজন প্রবাসী, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সরকার যেন আমার স্বামীর শেষ সম্বলটুকু ফিরিয়ে দেয়।’
বিউটি আক্তারের জমি কেন দখল করে রেখেছেন—জানতে চাইলে মৃত মহসিন আলীর বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আমরা ভাই-বোন অনেক কয়েকজন, জমির কোনো বণ্টননামা হয়নি। তাই এ বিষয়ে আদালতে বণ্টননামা মামলা করেছি। বিষয়টি আদালত দেখবেন।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিবুল বলেন, ‘বিউটি আক্তার নামের এক কুয়েত প্রবাসী একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর স্বামীর বাড়ি নাকি তাঁর বড় ভাই জবরদখল করে রেখেছে। তাঁকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তাঁর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, ‘বিউটি আক্তার নামের এক প্রবাসী অভিযোগ দিয়েছেন, আমি নোটিশ করেছি এবং সরেজমিনে তহসিলদার পাঠিয়েছি। তাদের উভয় পক্ষের আমিন দিয়ে জমি মাপজোখ করার নির্দেশ দিয়েছি। জমি মাপা শেষে দু-পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমঝোতা করা হবে।’

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মৃত স্বামীর ভিটে-বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বিউটি আক্তার। তিনি কুয়েত ফেরত প্রবাসী। উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিউটি আক্তার, ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের মৃত মহসিন আলীর স্ত্রী। তাদের দুই ছেলে-মেয়ে আছে। মৃত মহসিন আলীরা দশ ভাইবোন। তাঁরা স্বামী-স্ত্রী উভয়ই কুয়েত প্রবাসী। ২০১৮ সালে কুয়েতে স্বামী মহসিন আলীর মৃত্যু হয়। পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফেরেন বিউটি আক্তার এবং ওঠেন স্বামীর ক্রয়কৃত বাড়িতে। স্বামীকে দাফন-কাফন করে ছেলে-মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে।
আরও জানা গেছে, পরে ২০২২ সালে আবারও দেশে ফিরে এসে বিউটি দেখেন তাঁর স্বামীর বড় ভাই মোবারক হোসেন স্বামীর পৈতৃক বাড়ির অংশ দখল করে রেখেছেন। সে সময় বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি ছেলে-মেয়েসহ এই প্রবাসী নারীকে। পুনরায় তাঁরা ফিরে যান কুয়েত। ওই সময় ঢাকায় দূতাবাসের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগও করেন তিনি।
সর্বশেষ, দুই মাস আগে স্বামীর শেষ স্মৃতিটুকু উদ্ধার করতে দেশে ফেরেন বিউটি আক্তার। তবে কোনোভাবেই স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না তিনি। তাঁর স্বামীর বড় ভাই মোবারক আলী ও তাঁর এক বোন এই জায়গা আত্মসাতের পাঁয়তারা করছে—বলে অভিযোগ ওই নারীর। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিউটি আক্তার জানা, শেষে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি ও স্বামী সম্পত্তি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। তবে এক মাস থেকে জমি মেপে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ গত ২৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তহসিলদার ওই জায়গা মাপতে গেলেও মোবারক হোসেন কোনোভাবেই তা করতে দেননি।
মৃত মহসিন আলীর ছোট বোন টুনটুনি বলেন, ‘আমরা দশ ভাই-বোন, আমি সবার ছোট। আমার ভাই মহসিন আলী ও ভাবি কুয়েত প্রবাসী। ভাই মারা গেছেন, এখন ভাবি ও দুই ছেলে-মেয়ে আছেন। ভাইয়ের ক্রয়কৃত জমিসহ অংশীদার সূত্রে প্রাপ্ত জমি আমার বড় ভাই মোবারক হোসেন জবরদখল করে রেখেছে। ভাবিকে তাঁর বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এ ছাড়াও আমার অংশও দখল করে রেখেছে।’
মৃত মহসিন আলীর আরও এক বড় ভাই মিন্টু হোসেন বলেন, ‘আমার ছোট ভাই বউ বাচ্চাদের নিয়ে কুয়েতে বসবাস করত। সে ১৮ সালে মারা যায়। বর্তমান আমাদের সবার বড় ভাই মোবারক হোসেন তাঁর বাড়িসহ জায়গা দখল করে আছে। কোনভাবেই ফিরতে দিচ্ছেন না। গায়ের জোরে দখল করে আছে। আমরা চাই, আমাদের মৃত ভাইয়ের বাড়ি তাঁর স্ত্রী-সন্তানেরা ফিরে পাক।’
ভুক্তভোগী প্রবাসী বিউটি আক্তার বলেন, ‘স্বামী হারিয়ে আমি একা, ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে। স্বামী বেঁচে থাকতে তাঁর ভিটে-বাড়িতে কুয়েত থেকে এসে বসবাস করতাম। কিন্তু স্বামী মারা যাওয়ার কয়েক বছর পর এসে দেখি আমার স্বামীর বড় ভাই মোবারক হোসেন ঘর-বাড়ি দখল করে রেখেছে। এখন আমাকে আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমি স্বামীর বাড়ি ফিরে পেতে থানাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর ক্রয়কৃত জায়গার কাগজপত্র সব আছে। তারপরও আমার জমি ফিরত পাচ্ছি না। জমি মাপজোখ করে ইউএনও সাহেব আমাকে জমি বের করে দিতে চাইলেও আমার ভাশুর তা করতে দিচ্ছেন না। আমি একজন প্রবাসী, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সরকার যেন আমার স্বামীর শেষ সম্বলটুকু ফিরিয়ে দেয়।’
বিউটি আক্তারের জমি কেন দখল করে রেখেছেন—জানতে চাইলে মৃত মহসিন আলীর বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আমরা ভাই-বোন অনেক কয়েকজন, জমির কোনো বণ্টননামা হয়নি। তাই এ বিষয়ে আদালতে বণ্টননামা মামলা করেছি। বিষয়টি আদালত দেখবেন।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিবুল বলেন, ‘বিউটি আক্তার নামের এক কুয়েত প্রবাসী একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর স্বামীর বাড়ি নাকি তাঁর বড় ভাই জবরদখল করে রেখেছে। তাঁকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তাঁর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, ‘বিউটি আক্তার নামের এক প্রবাসী অভিযোগ দিয়েছেন, আমি নোটিশ করেছি এবং সরেজমিনে তহসিলদার পাঠিয়েছি। তাদের উভয় পক্ষের আমিন দিয়ে জমি মাপজোখ করার নির্দেশ দিয়েছি। জমি মাপা শেষে দু-পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমঝোতা করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে