কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে