কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে