নীলফামারী প্রতিনিধি

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে