ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আধা কেজি কম দেওয়া হয়েছে। পরিমাপ করে এমন অভিযোগের সত্যতাও মিলেছে।
আজ বুধবার দুপুরে এই অভিযোগ ওঠে। সরেজমিনে সুবিধাভোগীদের চাল ডিজিটাল ওজন মাপার মেশিনে ওজন করে এর সত্যতাও মিলেছে।
এ দিন বেলা ২টার দিকে উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদের চত্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যাচ্ছিলেন বোয়ালধার গ্রামের খালেদা বেগম ও আনোয়ারা বেগম। তাঁদের দুজনের চাল ওজন করে দেখা যায়, ৩০ কেজি দেওয়ার কথা থাকলেও খালেদা বেগমকে ৪৬০ গ্রাম ও আনোয়ার বেগমকে ৫১০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এর বাইরে আরও ১০ জনের চাল ওজন করে দেখা গেছে ৫০০ গ্রাম করে কম রয়েছে।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরের ভেতরে চাল বিতরণের দায়িত্বে থাকা কর্মচারী প্রভাত ও উদ্যোক্তা নবাব আলীর সামনে ওজনে দুজনের চালে ৯১০ গ্রাম কম পাওয়া গেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন সুবিধাভোগী রয়েছেন। তাঁদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিতরণের দায়িত্বে থাকা প্রভাত আজকের পত্রিকাকে জানান ওজনে কম দিতে বলা হয়েছে বলে এমনটা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে ৫০০ গ্রাম চাল কম দিতে অফিস থেকে বলা হয়েছে। এজন্য কম দিচ্ছি।’
এসব ঘটনা দেখে ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষুদ্ধ বৃদ্ধ উসমান আলী ওজনে কম দেওয়ার প্রতিবাদ জানান। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে যাদের সুবিধাভোগী করা হয়েছে, তাদের চালের প্রয়োজন নেই। অনেকে চাল পরিষদ গেটে বিক্রি করে দিচ্ছেন।
বৃদ্ধের অভিযোগের সত্যতাও মিলেছে পরিষদ চত্বরে। নবাব আলী নামের এক যুবক প্লাস্টিকের বস্তায় ১০ মণ চাল কিনেছেন সুবিধাভোগীদের কাছ থেকে। সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘ভুল করে কিনেছি।’ ভিডিও ধারণ করতে গেলে দ্রুত ঘটনাস্থল থেকে চাল নিয়ে চলে যান তিনি।
ওজনে চাল কম ও ইউনিয়ন পরিষদ অফিসের ভেতরে চাল কেনাবেচা প্রসঙ্গে ভানোর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ বলেন, ৫০ কেজির চালের বস্তা খাদ্যগুদাম থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে। খুলে বিতরণের সময় কিছু নষ্ট হবে, এমন আশঙ্কায় কিছু চাল ওজনে কম দিতে ওপরের নির্দেশনা রয়েছে।
‘তাহলে ৫০০ গ্রাম চাল কম কেন?’ —এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি সচিব হাবিবুল্লাহ।
জানতে চাইলে উপজেলা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, চাল ওজনে কম দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা ডিও অনুযায়ী চাল সম্পূর্ণ বুঝে দিয়েছি। খুলে বিতরণ করলেও সর্বোচ্চ ১০ থেকে ২০ গ্রামের বেশি হওয়ার কথা না।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, চাল বিতরণে অনিয়ম হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আধা কেজি কম দেওয়া হয়েছে। পরিমাপ করে এমন অভিযোগের সত্যতাও মিলেছে।
আজ বুধবার দুপুরে এই অভিযোগ ওঠে। সরেজমিনে সুবিধাভোগীদের চাল ডিজিটাল ওজন মাপার মেশিনে ওজন করে এর সত্যতাও মিলেছে।
এ দিন বেলা ২টার দিকে উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদের চত্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যাচ্ছিলেন বোয়ালধার গ্রামের খালেদা বেগম ও আনোয়ারা বেগম। তাঁদের দুজনের চাল ওজন করে দেখা যায়, ৩০ কেজি দেওয়ার কথা থাকলেও খালেদা বেগমকে ৪৬০ গ্রাম ও আনোয়ার বেগমকে ৫১০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এর বাইরে আরও ১০ জনের চাল ওজন করে দেখা গেছে ৫০০ গ্রাম করে কম রয়েছে।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরের ভেতরে চাল বিতরণের দায়িত্বে থাকা কর্মচারী প্রভাত ও উদ্যোক্তা নবাব আলীর সামনে ওজনে দুজনের চালে ৯১০ গ্রাম কম পাওয়া গেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন সুবিধাভোগী রয়েছেন। তাঁদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিতরণের দায়িত্বে থাকা প্রভাত আজকের পত্রিকাকে জানান ওজনে কম দিতে বলা হয়েছে বলে এমনটা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে ৫০০ গ্রাম চাল কম দিতে অফিস থেকে বলা হয়েছে। এজন্য কম দিচ্ছি।’
এসব ঘটনা দেখে ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষুদ্ধ বৃদ্ধ উসমান আলী ওজনে কম দেওয়ার প্রতিবাদ জানান। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে যাদের সুবিধাভোগী করা হয়েছে, তাদের চালের প্রয়োজন নেই। অনেকে চাল পরিষদ গেটে বিক্রি করে দিচ্ছেন।
বৃদ্ধের অভিযোগের সত্যতাও মিলেছে পরিষদ চত্বরে। নবাব আলী নামের এক যুবক প্লাস্টিকের বস্তায় ১০ মণ চাল কিনেছেন সুবিধাভোগীদের কাছ থেকে। সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘ভুল করে কিনেছি।’ ভিডিও ধারণ করতে গেলে দ্রুত ঘটনাস্থল থেকে চাল নিয়ে চলে যান তিনি।
ওজনে চাল কম ও ইউনিয়ন পরিষদ অফিসের ভেতরে চাল কেনাবেচা প্রসঙ্গে ভানোর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ বলেন, ৫০ কেজির চালের বস্তা খাদ্যগুদাম থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে। খুলে বিতরণের সময় কিছু নষ্ট হবে, এমন আশঙ্কায় কিছু চাল ওজনে কম দিতে ওপরের নির্দেশনা রয়েছে।
‘তাহলে ৫০০ গ্রাম চাল কম কেন?’ —এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি সচিব হাবিবুল্লাহ।
জানতে চাইলে উপজেলা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, চাল ওজনে কম দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা ডিও অনুযায়ী চাল সম্পূর্ণ বুঝে দিয়েছি। খুলে বিতরণ করলেও সর্বোচ্চ ১০ থেকে ২০ গ্রামের বেশি হওয়ার কথা না।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, চাল বিতরণে অনিয়ম হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২০ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৩৪ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে