Ajker Patrika

বদরগঞ্জে ইউরিয়া সার উধাও, নতুন বরাদ্দ এখনো বিক্রি শুরু হয়নি

আশরাফুল আলম আপন, বদরগঞ্জ
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮: ৪৮
বদরগঞ্জে ইউরিয়া সার উধাও, নতুন বরাদ্দ এখনো বিক্রি শুরু হয়নি

রংপুরের বদরগঞ্জে বিসিআইসি ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের দোকান ঘুরেও ইউরিয়া সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। দু-একজন খুচরা ব্যবসায়ীর কাছে সার থাকলেও ৮০০ টাকার ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। বেশি দরে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বুধবার সন্ধ্যায় এক প্রতিষ্ঠানকে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত। এর পর থেকে খুচরা ব্যবসায়ীরাও সার বিক্রি বন্ধ রেখেছেন। 

বুধবার পৌর শহরের নতুন বাজারের মনির ট্রেডার্সের স্বত্বাধিকারী মনির বকশিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর পর থেকে খুচরা ব্যবসায়ীরাও ইউরিয়া সার বিক্রি বন্ধ করে দেন। 

তবে খুচরা ব্যবসায়ীরা সার বিক্রি বন্ধের কারণ হিসেবে সরবরাহ না থাকার বলেন। এ বিষয়ে খুচরা ব্যবসায়ী নিখিল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিলারদের কাছ থেকে ইউরিয়া সার নিয়ে বিক্রি করি। কিন্তু ডিলারদের কাছ থেকে ইউরিয়া সার পাচ্ছি না।’ 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় বিসিআইসি সার ডিলার রয়েছেন ১১ জন। তাঁরা জুলাই মাসে আগের দরে ৪৫১ মেট্রিক টন ইউরিয়া সার নিয়েছেন। অনেকেই বিক্রি শেষ দেখিয়ে নতুন সার নিয়েছেন। কিন্তু সেই সার এখনো বাজারে সরবরাহ করা হয়নি। 

অভিযোগ উঠেছে, সার ডিলারেরা কাগজে-কলমে শেষ দেখালেও তাঁদের গুদামে সার মজুত রয়েছে। তাঁরা সেই সার বেশি দরে বিক্রির সুযোগে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক ডিলারের ব্যবস্থাপক অভিযোগ করে বলেন, ‘অনেকেই পৌর শহরের গোডাউনে ইউরিয়া সার মজুত রেখেছেন। কেজিতে ৬ টাকা বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই কৃষি অফিসে তাঁরা কাগজ-কলমে সার বিক্রি শেষ দেখিয়েছেন। 

এদিকে সার সংকটে বিপদে পড়েছেন কৃষকেরা। ওসমানপুর গ্রামের কৃষক জিকরুল আনম লিটন বলেন, ‘পাঁচ বিঘা জমিতে আমন লাগিয়েছি। জমিতে ইউরিয়া সার দিতে হবে। ডিলারদের দোকান ঘুরেও ইউরিয়া সার পাচ্ছি না। খুচরা সার ব্যবসায়ীরা দুদিন আগে প্রতি বস্তা ইউরিয়া সার ১১০০ টাকায় বিক্রি করলেও এখন তাঁরা বিক্রি বন্ধ করে দিয়েছেন।’ 

একই কথা জানিয়েছেন পৌর শহরের শাহাপুর গ্রামের কৃষক হাছিনুর রহমান। তিনি বলেন, ‘টাকা দিয়েও সার পাচ্ছি না।’ 

আর আমরুলবাড়ি গ্রামের কৃষক হাসেম আলী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ডিলারদের দিকে। তাঁর অভিযোগ, ‘ডিলারেরা সার গোডাউনে মজুত রাখলেও বিক্রি করছেন না। তিনি ডিলারদের গোডাউন তল্লাশির দাবি জানান।’ 

নাম প্রকাশ না করার শর্তে দুই খুচরা সার ব্যবসায়ীও একই অভিযোগ করেন। তাঁরা বলেন, কয়েকজন ডিলারের গুদামে ইউরিয়া সার মজুত রয়েছে। তাঁরা নতুন দরের সার বরাদ্দ পেলে মজুত রাখা সারেরও বৈধতা পেয়ে যাবেন। তখন ৮০০ টাকার সার ১১০০ টাকায় বিক্রি করলেও আর কেউ তাঁদের ধরতে পারবে না। 

তবে সারের সরবরাহ সংকট নেই বলে জানালেন সার ডিলার মেসার্স আকবর তালুকদারের ব্যবস্থাপক সুব্রত রায়। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়নে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ৮০০ টাকা দরে সার বিক্রি করছি। এখনো দোকানে ৪০০ বস্তা ইউরিয়া আছে। কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী আগামী রোববার সেই সার বিক্রি শুরু করা হবে।’ 

একই কথা জানালেন রামনাথপুর ইউনিয়নের সার ডিলার হারুন। তিনি বলেন, ‘আমি জুলাই মাসে ৪১ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিলাম। তা ৮০০ টাকা দরে বিক্রি করেছি। গত বুধবার নতুন দরে ২০ মেট্রিক টন সার উত্তোলন করেছি। কিন্তু কৃষি অফিসের নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেই সার বিক্রি শুরু করতে পারছি না।’ 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ‘ইউরিয়া সারের কোনো সংকট নেই। দু-চারজন ডিলারের কাছে আগের দরের কিছু সার রয়েছে। আবার কয়েকজন ডিলার নতুন দরের ইউরিয়াও উত্তোলন করেছেন। নতুন দরের সার ১১০০ টাকায় বিক্রি শুরু করলে সুযোগ বুঝে আগের ৮০০ টাকার সারও ব্যবসায়ীরা ১১০০ টাকায় বিক্রি করতে পারেন। তাই দু-এক দিনের মধ্যে ৮০০ টাকার সার বিক্রি শেষ হলে নতুন দরে সার বিক্রির নির্দেশনা দেওয়া হবে।’ 

ইউরিয়া সারের সরবরাহ ও এর বাজারের দিকে নজর রাখা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘৮০০ টাকার ইউরিয়া সারের দাম এক কৃষকের কাছে বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর শহরের এক খুচরা সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন। সরকারের নির্ধারিত দরের চেয়ে কেউ বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
ভেঙে যাওয়া ভ্যানটি দেখছে এক শিশু। ছবি আজকের পত্রিকা
ভেঙে যাওয়া ভ্যানটি দেখছে এক শিশু। ছবি আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

নিহত দীপন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টার দিকে দীপন একটি গোডাউন থেকে বিভিন্ন পণ্য নিয়ে ভ্যানে করে কমলদহ এলাকা থেকে বড় দারোগার হাটের দিকে যাচ্ছিলেন। কমলদহ এলাকায় মহাসড়কে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী গাড়ি তাঁর রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, কমলদহ এলাকায় গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ভ্যান ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় সোহান শেখ (৮) নামের এক শিশু মারা গেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উত্তরা বিএনএস সেন্টার ফ্লাইওভারের নিচে ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় শিশুটির মা, নানি ও বড় ভাই আহত হয়েছেন।

আহত অবস্থায় সোহান ও তাঁর মা তহুরুন্নেছাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মা তহুরুন্নেছা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আর আহত নানি আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহানকে (১৩) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিহত সোহানের খালা রুনা বেগম জানান, তাঁদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে। দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন তাঁরা। সোহানের বাবা রওনক হাসান আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। সোহান ও রোহান এলাকায় একটি মাদ্রাসায় পড়ে। তাদের মা অন্যের বাসায় কাজ করে।

রুনা বেগম আরও জানান, গত সোমবার তাঁর মা, বোন ও বোনের দুই ছেলে তুরাগের নয়ানগর এলাকায় তাঁর বাসায় বেড়াতে আসে। শনিবার সকালে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিল। উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। আহত অবস্থায় স্বজনেরা তাদের প্রথমে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশু সোহান ও তার মাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে শিশুটির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানায় অবগত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
রুমানা মোর্শেদ কনকচাঁপা। ছবি: সংগৃহীত
রুমানা মোর্শেদ কনকচাঁপা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যারা হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করেছে, তারা কখনোই ওসমান হাদির আদর্শের হতে পারে না বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য।

ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যারা হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করেছে; তারা কখনোই ওসমান হাদির আদর্শের হতে পারে না। ওসমান হাদি বারবার বলেছেন, “আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই।” তা ছাড়া তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ভালো সংস্কৃতি সৃষ্টি করতে আহ্বান জানাতেন। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহে ধ্বংসাত্মক কার্যকলাপ যারা করেছে, তারা কখনো শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না।’

ফেসবুক পোস্টে ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বী যুবককে হত্যার বিষয়েও কথা বলেছেন কনকচাঁপা। তিনি লেখেন, ‘ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামের একজন সনাতন ভাইকে একটা গোষ্ঠী ধর্ম অবমাননার অভিযোগে নৃশংসভাবে হত্যা করেছে। যদি তিনি সত্যিই এমন কিছু করে থাকেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ন্যায়বিচার হওয়া উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো ধার্মিক মানুষের কাজ হতে পারে না। দেশের সর্বস্তরের সকল ধর্ম, মত ও আদর্শের মানুষের প্রতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিনীত অনুরোধ করছি। কোনো ষড়যন্ত্রকারীর উসকানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
দুর্ঘটনায় অটোরিকশাটির কিছু অংশ ভেঙে গেছে। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় অটোরিকশাটির কিছু অংশ ভেঙে গেছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় তানিয়া আকতার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা গ্রামের মনোহর আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বড় ভেওলার ঈদমনি এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশায় থাকা শিশু তানিয়া ও তার মা-বাবাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অটোরিকশা দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছেন। ওই শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত