কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৯ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৪ মিনিট আগে