শিপুল ইসলাম, রংপুর

রংপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে করা এ সভায় জেলা কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগ কাকে টিকিট দেবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জেলা কমিটির ৫৩ জন সদস্য সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা অভিযোগের মধ্যে আছে—সভাপতি হিসেবে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের দায়িত্ব থাকলেও গত ১৪ মাসে কোনো সভা না ডাকা, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া, দলীয় প্রার্থীর বিরোধিতা এবং সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। তবে সভায় মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন না। সহসভাপতি ইলিয়াসের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতা-কর্মীরা মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তাঁর স্থায়ী বহিষ্কার দাবি করেন।
এ নিয়ে জানতে চাইলে সহসভাপতি ইলিয়াস বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করায় সভাপতি মমতাজ উদ্দিনকে গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় কমিটির ৫২ জন উপস্থিত ছিলেন। সবাই তাঁর প্রতি অনাস্থা এনেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মমতাজ বলেন, ‘আমি তো জানিই না কে কী করল। আমাকে অব্যাহতি দেওয়ার অধিকার রংপুরে কারও নেই।’

রংপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে করা এ সভায় জেলা কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগ কাকে টিকিট দেবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জেলা কমিটির ৫৩ জন সদস্য সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা অভিযোগের মধ্যে আছে—সভাপতি হিসেবে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের দায়িত্ব থাকলেও গত ১৪ মাসে কোনো সভা না ডাকা, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া, দলীয় প্রার্থীর বিরোধিতা এবং সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। তবে সভায় মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন না। সহসভাপতি ইলিয়াসের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতা-কর্মীরা মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তাঁর স্থায়ী বহিষ্কার দাবি করেন।
এ নিয়ে জানতে চাইলে সহসভাপতি ইলিয়াস বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করায় সভাপতি মমতাজ উদ্দিনকে গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় কমিটির ৫২ জন উপস্থিত ছিলেন। সবাই তাঁর প্রতি অনাস্থা এনেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মমতাজ বলেন, ‘আমি তো জানিই না কে কী করল। আমাকে অব্যাহতি দেওয়ার অধিকার রংপুরে কারও নেই।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে