রংপুর প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে বিষপানে আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর সদর উপজেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বোরো চাষাবাদে গভীর নলকূপের না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে গত ২৩ মার্চ আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ অজ্ঞাত কারণে আত্মহত্যার প্ররোচনা দেওয়া পাম্প অপারেটর আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেনি। বরং ঘটনার পর থেকে আসামি পুলিশের সামনে চলাফেরা করলেও তাঁকে গ্রেপ্তার না করে উল্টো আত্মগোপনে যেতে সহায়তা করেছে।
বক্তারা আরও বলেন, আদিবাসী কৃষকদেরকে চাষাবাদের জন্য গভীর নলকূপের পানি ঠিকমতো সরবরাহ করা হয় না। ফসল উৎপাদনে পানি না পাওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন সেখানকার কৃষকেরা। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের অনেককে চাষাবাদ ছেড়ে দিয়ে জমি বিক্রি করাতে বাধ্য করা হয়েছে। ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অপারেটর সাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন কৃষক অভিনাথ ও রবি। কিন্তু তাদের সেচের পানির দেওয়া হয়নি। পানি শূন্য ফসলি জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ ২৩ মার্চ আবারও পাম্প অপারেটরের কাছে সেচের পানির জন্য যান তারা। কিন্তু পানির ব্যবস্থা না করে দেওয়ায় রাগে-ক্ষোভে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩০) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২। এ ঘটনার জন্য পাম্প অপারেটর সাখাওয়াত হোসেনকে দায়ী করেন বক্তারা। অবিলম্বের তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অশোক সরকার, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলাল সিং, সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক তুলিপ এক্কা, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মণিলাল দাস প্রমুখ।

রাজশাহীর গোদাগাড়ীতে বিষপানে আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর সদর উপজেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বোরো চাষাবাদে গভীর নলকূপের না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে গত ২৩ মার্চ আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ অজ্ঞাত কারণে আত্মহত্যার প্ররোচনা দেওয়া পাম্প অপারেটর আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেনি। বরং ঘটনার পর থেকে আসামি পুলিশের সামনে চলাফেরা করলেও তাঁকে গ্রেপ্তার না করে উল্টো আত্মগোপনে যেতে সহায়তা করেছে।
বক্তারা আরও বলেন, আদিবাসী কৃষকদেরকে চাষাবাদের জন্য গভীর নলকূপের পানি ঠিকমতো সরবরাহ করা হয় না। ফসল উৎপাদনে পানি না পাওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন সেখানকার কৃষকেরা। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের অনেককে চাষাবাদ ছেড়ে দিয়ে জমি বিক্রি করাতে বাধ্য করা হয়েছে। ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অপারেটর সাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন কৃষক অভিনাথ ও রবি। কিন্তু তাদের সেচের পানির দেওয়া হয়নি। পানি শূন্য ফসলি জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ ২৩ মার্চ আবারও পাম্প অপারেটরের কাছে সেচের পানির জন্য যান তারা। কিন্তু পানির ব্যবস্থা না করে দেওয়ায় রাগে-ক্ষোভে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩০) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২। এ ঘটনার জন্য পাম্প অপারেটর সাখাওয়াত হোসেনকে দায়ী করেন বক্তারা। অবিলম্বের তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অশোক সরকার, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলাল সিং, সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক তুলিপ এক্কা, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মণিলাল দাস প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে