নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিন কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের ওপর উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নবাবগঞ্জ থানার এসআই বিভুতি ভূষণ জানান, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের কাছে ভাংরি ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ স্থানীয়রা।
দুর্ঘটনাস্থল দেখতে আসা কাঁচদহ গ্রামের রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর কোনো মিল পাওয়া যাচ্ছে না। সেখানে গাছের ডাল ভাঙা ও গাছের ছাল ওঠা দেখে নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না। পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
ওই গ্রামের মো. ওসমান গনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনেরই চোখ ও মাথায় আঘাত। দেখে মনে হচ্ছে না এটি দুর্ঘটনা। বিষয়টি সন্দেহজনক।
নিহত সাব্বিরের মামা মুশফিকুর রহমান জানান, সাব্বিরসহ বাকি দুজন কাঁচদহ নদী থেকে বালু উত্তোলনের ট্রাকের টাকা কালেকশন করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেয়েছিলেন। তিনজনই নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের সঙ্গে থাকতেন বলে জানান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিন কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের ওপর উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নবাবগঞ্জ থানার এসআই বিভুতি ভূষণ জানান, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের কাছে ভাংরি ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ স্থানীয়রা।
দুর্ঘটনাস্থল দেখতে আসা কাঁচদহ গ্রামের রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর কোনো মিল পাওয়া যাচ্ছে না। সেখানে গাছের ডাল ভাঙা ও গাছের ছাল ওঠা দেখে নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না। পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
ওই গ্রামের মো. ওসমান গনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনেরই চোখ ও মাথায় আঘাত। দেখে মনে হচ্ছে না এটি দুর্ঘটনা। বিষয়টি সন্দেহজনক।
নিহত সাব্বিরের মামা মুশফিকুর রহমান জানান, সাব্বিরসহ বাকি দুজন কাঁচদহ নদী থেকে বালু উত্তোলনের ট্রাকের টাকা কালেকশন করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেয়েছিলেন। তিনজনই নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের সঙ্গে থাকতেন বলে জানান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩০ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে