আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে গাইবান্ধার বিভিন্ন এলাকার দেয়ালে আট দিন ধরে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরাও এসব গ্রাফিতি আঁকছেন। রং-তুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন-অভ্যুত্থানের নানা ঘটনা। স্কুল কলেজের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা শহরের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের দেয়ালে দেয়ালে স্মরণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে, আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি। আঁকা হচ্ছে নৈতিক মূল্যবোধসহ উৎসাহমূলক নানা চিত্র। বিশ্বকে জানানো হচ্ছে নতুন বাংলাদেশের স্বাগত। বিপ্লবের মুষ্টি ছেড়ে তরুণেরা হাতে তুলে নিয়েছে রং-তুলি। রঙিন করে তুলছে অপরিচ্ছন্ন দেয়ালগুলো।
গাইবান্ধাবাসী বলছে, এমন কাজ এর আগে দেখেননি তারা। শিক্ষার্থীরা এমন কাজের জন্য সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে।
আরাফাত নামের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়েছি। আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই।’
সুমাইয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে। আমরা এই দেয়াল চিত্রের মাধ্যমে জানিয়ে দিতে চাই-আজকের বাংলাদেশ ছাত্র-জনতার অর্জন। কোনো একক দলের শাসনে যেন দেশ না চলে। এই দেশ আমাদের সবার।’
অভিভাবক গোলাম রব্বানী মূসা বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে পারিনি। আমার সন্তানেরা দেখিয়েছে ছাত্র-জনতা এক হয়ে প্রতিবাদ করলে, কোনো দুর্নীতি আর একক শাসন দেশে থাকবে না।’
এ বিষয়ে নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরা হচ্ছে। নতুন বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরছে তারা।’
তিনি আরও বলেন, ‘এই ছাত্ররাই আমাদের শিখিয়ে দিল কীভাবে অন্যায়ে প্রতিবাদ করতে হয়। অধিকার আদায় করতে হয়। পুলিশের নলের গুলিতে বুক ঝাঁজরা হয়েছে, শহীদ হয়েছে কিন্তু অন্যায়ের প্রতিবাদে পিছু হটেনি। এই নতুন বাংলাদেশ ছাত্র-জনতার।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে গাইবান্ধার বিভিন্ন এলাকার দেয়ালে আট দিন ধরে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরাও এসব গ্রাফিতি আঁকছেন। রং-তুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন-অভ্যুত্থানের নানা ঘটনা। স্কুল কলেজের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা শহরের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের দেয়ালে দেয়ালে স্মরণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে, আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি। আঁকা হচ্ছে নৈতিক মূল্যবোধসহ উৎসাহমূলক নানা চিত্র। বিশ্বকে জানানো হচ্ছে নতুন বাংলাদেশের স্বাগত। বিপ্লবের মুষ্টি ছেড়ে তরুণেরা হাতে তুলে নিয়েছে রং-তুলি। রঙিন করে তুলছে অপরিচ্ছন্ন দেয়ালগুলো।
গাইবান্ধাবাসী বলছে, এমন কাজ এর আগে দেখেননি তারা। শিক্ষার্থীরা এমন কাজের জন্য সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে।
আরাফাত নামের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়েছি। আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই।’
সুমাইয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে। আমরা এই দেয়াল চিত্রের মাধ্যমে জানিয়ে দিতে চাই-আজকের বাংলাদেশ ছাত্র-জনতার অর্জন। কোনো একক দলের শাসনে যেন দেশ না চলে। এই দেশ আমাদের সবার।’
অভিভাবক গোলাম রব্বানী মূসা বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে পারিনি। আমার সন্তানেরা দেখিয়েছে ছাত্র-জনতা এক হয়ে প্রতিবাদ করলে, কোনো দুর্নীতি আর একক শাসন দেশে থাকবে না।’
এ বিষয়ে নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরা হচ্ছে। নতুন বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরছে তারা।’
তিনি আরও বলেন, ‘এই ছাত্ররাই আমাদের শিখিয়ে দিল কীভাবে অন্যায়ে প্রতিবাদ করতে হয়। অধিকার আদায় করতে হয়। পুলিশের নলের গুলিতে বুক ঝাঁজরা হয়েছে, শহীদ হয়েছে কিন্তু অন্যায়ের প্রতিবাদে পিছু হটেনি। এই নতুন বাংলাদেশ ছাত্র-জনতার।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৭ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
৯ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১০ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩০ মিনিট আগে