বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা পোশাকশ্রমিক মোস্তাফিজুর রহমান শাওন (১৮)। এ ঘটনায় থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো হদিস পায়নি পুলিশ। এ দিকে দীর্ঘদিন থেকে সন্তানের কোনো খোঁজ-খবর না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।
পরিবার বলছে, নিখোঁজ শাওন বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের ট্রাকশ্রমিক আব্দুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টস নামে একটি কারখানায় চাকরি করতেন। গত বছর ২৫ সেপ্টেম্বর কারখানায় কর্মস্থলে যাওয়ার জন্য চাচার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
শাওন ফতুল্লা এলাকায় তাঁর বড় চাচার বাড়িতে থাকতেন। তার নিখোঁজের খবরে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নম্বর-১৮৯২)। এ ঘটনার প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
এ বিষয়ে ডিজির তদন্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি নিখোঁজের সংবাদের পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং অ্যান্ড্রয়েড ফোন না থাকায় তাকে খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ দিকে নিখোঁজ শাওনের মা মর্জিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ। ছেলেটাকে খোঁজার ক্ষেত্রে সহযোগিতাও পাচ্ছি না। আমি প্রশাসনের সবার কাছে আমার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করা জন্য অনুরোধ জানাই।’

সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা পোশাকশ্রমিক মোস্তাফিজুর রহমান শাওন (১৮)। এ ঘটনায় থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো হদিস পায়নি পুলিশ। এ দিকে দীর্ঘদিন থেকে সন্তানের কোনো খোঁজ-খবর না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।
পরিবার বলছে, নিখোঁজ শাওন বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের ট্রাকশ্রমিক আব্দুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টস নামে একটি কারখানায় চাকরি করতেন। গত বছর ২৫ সেপ্টেম্বর কারখানায় কর্মস্থলে যাওয়ার জন্য চাচার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
শাওন ফতুল্লা এলাকায় তাঁর বড় চাচার বাড়িতে থাকতেন। তার নিখোঁজের খবরে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নম্বর-১৮৯২)। এ ঘটনার প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
এ বিষয়ে ডিজির তদন্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি নিখোঁজের সংবাদের পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং অ্যান্ড্রয়েড ফোন না থাকায় তাকে খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ দিকে নিখোঁজ শাওনের মা মর্জিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ। ছেলেটাকে খোঁজার ক্ষেত্রে সহযোগিতাও পাচ্ছি না। আমি প্রশাসনের সবার কাছে আমার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করা জন্য অনুরোধ জানাই।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে