ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি পিকআপচালক নায়েব আলী (৪০) ও সহযোগী শফিউজ্জামান (৪২)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
একই দিক থেকে আসা আরও একটি গমবোঝাই ট্রাক সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এরই মধ্যে এর একই দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ওই গমবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়—এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটির চালক ও সহযোগীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহত শফিউজ্জামানের শ্যালক আশরাফুল আলম বলেন, শফিউজ্জামানসহ চালক নায়েব আলী ঠাকুরগাঁও থেকে মুরগি নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি পিকআপচালক নায়েব আলী (৪০) ও সহযোগী শফিউজ্জামান (৪২)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
একই দিক থেকে আসা আরও একটি গমবোঝাই ট্রাক সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এরই মধ্যে এর একই দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ওই গমবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়—এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটির চালক ও সহযোগীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহত শফিউজ্জামানের শ্যালক আশরাফুল আলম বলেন, শফিউজ্জামানসহ চালক নায়েব আলী ঠাকুরগাঁও থেকে মুরগি নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে