নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে