নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৫ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৭ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৪৩ মিনিট আগে