ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুনকে (৪৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তার দুজন হলেন পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুল (৪৪)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।
পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামির বাড়ির পাশে একটি আমবাগানে গত রোববার রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাঁকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গতকাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আমবাগান থেকে ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো. ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুনকে (৪৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তার দুজন হলেন পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুল (৪৪)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।
পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামির বাড়ির পাশে একটি আমবাগানে গত রোববার রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাঁকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গতকাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আমবাগান থেকে ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো. ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৯ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৫ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৪২ মিনিট আগে