দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আদিবাসী দম্পতিসহ বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন-পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দর আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬০) ও তার স্ত্রী মালতি মার্ডি (৫০)।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকচালক ও তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন (স্বামী-স্ত্রী) মারা যান। চলকসহ বাকি আহত দুজনকে হাসপাতালে ভর্তি কর হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে আব্দুল্লাহিল বারি (৪০) নামে ইসলামী ব্যাংক হাসপাতালের এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।
দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘নিহত আব্দুল্লাহিল বারি সহকর্মীর বাসা থেকে কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজে মোটরসাইকেল চালিয়ে পার হতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি ৭ নম্বর উপশহর এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে সে কিছু জানেন না বলে জানান। তিনি বিষয়টি সম্পর্কে খবর নেবেন বলে জানান।

দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আদিবাসী দম্পতিসহ বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন-পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দর আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬০) ও তার স্ত্রী মালতি মার্ডি (৫০)।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকচালক ও তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন (স্বামী-স্ত্রী) মারা যান। চলকসহ বাকি আহত দুজনকে হাসপাতালে ভর্তি কর হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে আব্দুল্লাহিল বারি (৪০) নামে ইসলামী ব্যাংক হাসপাতালের এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।
দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘নিহত আব্দুল্লাহিল বারি সহকর্মীর বাসা থেকে কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজে মোটরসাইকেল চালিয়ে পার হতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি ৭ নম্বর উপশহর এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে সে কিছু জানেন না বলে জানান। তিনি বিষয়টি সম্পর্কে খবর নেবেন বলে জানান।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৮ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে