নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে