সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে