সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে