ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৩ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৬ মিনিট আগে