পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুরের কয়েকটি গ্রামে ‘অচেনা প্রাণীর’ আতঙ্কে একের পর এক হত্যা করা হচ্ছে শিয়াল ও মেছো বিড়াল। গত কয়েক দিনে অন্তত ১০টি শিয়াল-মেছো বিড়াল হত্যা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দেড় মাসের বেশি সময় ধরে পলাশবাড়ী উপজেলার ছয়টি গ্রামে অচেনা জন্তুর আক্রমণ শুরু হয়েছে। এ সময় ওই প্রাণীর আক্রমণে ফেরদৌস ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ।
আহতরা বলেন, জন্তুটি দেখতে শিয়ালের মতো। এর মাথা ও লেজ আকারে বড়। ঝোপ-জঙ্গল, ধানের জমি থেকে বেড়িয়ে এসে মানুষ-গবাদিপশুকে আক্রমণ করছে। ফলে দিনের বেলাতেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে লাঠি হাতে চলাফেরা করছেন গ্রামের মানুষজন। ফলে বনজঙ্গল, ঝোপঝাড়ে কোনো শিয়াল বা মেছো বিড়াল দেখতে পেলে তাঁকে পাগল-হিংস্র মনে করে পিটিয়ে হত্যা করছে স্থানীয়রা। আজ পর্যন্ত অন্তত ১০টি শিয়াল-মোছা বিড়াল হত্যা করা হয়েছে।
জন্তুটি সম্বন্ধে জানতে গত রোববার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে তথ্যানুসন্ধানে আসে রাজশাহী বন বিভাগের এক বিশেষজ্ঞ টিম। পরিদর্শন শেষে টিম প্রধান বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, একটা জন্তুর জন্য দশটা নিরপরাধ প্রাণী হত্যা করা যাবে না। কারণ বন্যপ্রাণী আইন অনুযায়ী যেকোনো প্রাণী ধরা ও আঘাত করা দণ্ডনীয় অপরাধ। এমনটা হলে তা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। যা স্থানীয় পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
জাহাঙ্গীর কবীর আরও বলেন, এখানকার প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য আসলেও গ্রামের চারপাশে ধানখেত ও জঙ্গল থাকায় অচেনা প্রাণীটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। দিনভর অভিযান চালিয়ে প্রাণীটিকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু হিংস্র প্রাণী চোখে পড়েনি। ফলে এটা কোন প্রকৃতির প্রাণী সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী হত্যার বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, অচেনা প্রাণীর আতঙ্কে শিয়াল-মেছো বিড়াল মেরে ফেলার বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। বন্যপ্রাণী হত্যা বন্ধে এলাকায় আমাদের কর্মীরা কাজ করছেন। তাঁরা গ্রামবাসীকে সচেতন করছেন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুরের কয়েকটি গ্রামে ‘অচেনা প্রাণীর’ আতঙ্কে একের পর এক হত্যা করা হচ্ছে শিয়াল ও মেছো বিড়াল। গত কয়েক দিনে অন্তত ১০টি শিয়াল-মেছো বিড়াল হত্যা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দেড় মাসের বেশি সময় ধরে পলাশবাড়ী উপজেলার ছয়টি গ্রামে অচেনা জন্তুর আক্রমণ শুরু হয়েছে। এ সময় ওই প্রাণীর আক্রমণে ফেরদৌস ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ।
আহতরা বলেন, জন্তুটি দেখতে শিয়ালের মতো। এর মাথা ও লেজ আকারে বড়। ঝোপ-জঙ্গল, ধানের জমি থেকে বেড়িয়ে এসে মানুষ-গবাদিপশুকে আক্রমণ করছে। ফলে দিনের বেলাতেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে লাঠি হাতে চলাফেরা করছেন গ্রামের মানুষজন। ফলে বনজঙ্গল, ঝোপঝাড়ে কোনো শিয়াল বা মেছো বিড়াল দেখতে পেলে তাঁকে পাগল-হিংস্র মনে করে পিটিয়ে হত্যা করছে স্থানীয়রা। আজ পর্যন্ত অন্তত ১০টি শিয়াল-মোছা বিড়াল হত্যা করা হয়েছে।
জন্তুটি সম্বন্ধে জানতে গত রোববার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে তথ্যানুসন্ধানে আসে রাজশাহী বন বিভাগের এক বিশেষজ্ঞ টিম। পরিদর্শন শেষে টিম প্রধান বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, একটা জন্তুর জন্য দশটা নিরপরাধ প্রাণী হত্যা করা যাবে না। কারণ বন্যপ্রাণী আইন অনুযায়ী যেকোনো প্রাণী ধরা ও আঘাত করা দণ্ডনীয় অপরাধ। এমনটা হলে তা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। যা স্থানীয় পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
জাহাঙ্গীর কবীর আরও বলেন, এখানকার প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য আসলেও গ্রামের চারপাশে ধানখেত ও জঙ্গল থাকায় অচেনা প্রাণীটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। দিনভর অভিযান চালিয়ে প্রাণীটিকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু হিংস্র প্রাণী চোখে পড়েনি। ফলে এটা কোন প্রকৃতির প্রাণী সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী হত্যার বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, অচেনা প্রাণীর আতঙ্কে শিয়াল-মেছো বিড়াল মেরে ফেলার বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। বন্যপ্রাণী হত্যা বন্ধে এলাকায় আমাদের কর্মীরা কাজ করছেন। তাঁরা গ্রামবাসীকে সচেতন করছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে