খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় এক বৃদ্ধের মৃত্যুর পর লাশ গুম করার অভিযোগে এক নারী ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছে। এক বছর আগের এ ঘটনায় অপমৃত্যুর মামলায় ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মাথায় আঘাতের’ সূত্র ধরে তদন্তে নেমে মৃত্যুরহস্য উন্মোচিত হয়েছে বলে দাবি করছে পুলিশ।
এঁরা হলেন উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের স্ত্রী বাসন্তী রানী রায় (৫০) ওবং তাঁর ছেলে অনন্ত কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার তাঁরা দুজন দিনাজপুরের আমলি আদালতের বিচারক সুরাইয়া বেগমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান।
গত ২০২২ সালের ১৩ নভেম্বর ওই গ্রামের একটি খেত থেকে বৃদ্ধ একরামুল হকের (৬০) লাশ উদ্ধার করা হয়। ওই দিনই থানায় অপমৃত্যুর মামলা হয়। পরে লাশের ময়নাতদন্তের মৃত্যুর কারণ ‘মাথায় আঘাত’ বলে ধরা পড়ে।
পুলিশ বলছে, একই উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে একরামুল গ্রামে গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ ও খাদ্যদ্রব্য বিক্রি করতেন।
তদন্তের বরাত দিয়ে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাসন্তীর সঙ্গে তাঁদের বাড়ির পাশে যৌন সম্পর্ক গড়তে গিয়েছিলেন একরামুল। একপর্যায়ে বাসন্তী রানী বিরক্ত হয়ে ধাক্কা দেন। তখন পাশে থাকা এক খুঁটির সঙ্গে মাথায় আঘাত পান একরামুল। এতে ঘটনাস্থলেই মারা যান একরাম।
পরে বাসন্তী ও তাঁর ছেলে মিলে একরামের লাশ পাশের খেতে রেখে আসেন বলে জবানবন্দির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান।

দিনাজপুরের খানসামা উপজেলায় এক বৃদ্ধের মৃত্যুর পর লাশ গুম করার অভিযোগে এক নারী ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছে। এক বছর আগের এ ঘটনায় অপমৃত্যুর মামলায় ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মাথায় আঘাতের’ সূত্র ধরে তদন্তে নেমে মৃত্যুরহস্য উন্মোচিত হয়েছে বলে দাবি করছে পুলিশ।
এঁরা হলেন উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের স্ত্রী বাসন্তী রানী রায় (৫০) ওবং তাঁর ছেলে অনন্ত কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার তাঁরা দুজন দিনাজপুরের আমলি আদালতের বিচারক সুরাইয়া বেগমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান।
গত ২০২২ সালের ১৩ নভেম্বর ওই গ্রামের একটি খেত থেকে বৃদ্ধ একরামুল হকের (৬০) লাশ উদ্ধার করা হয়। ওই দিনই থানায় অপমৃত্যুর মামলা হয়। পরে লাশের ময়নাতদন্তের মৃত্যুর কারণ ‘মাথায় আঘাত’ বলে ধরা পড়ে।
পুলিশ বলছে, একই উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে একরামুল গ্রামে গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ ও খাদ্যদ্রব্য বিক্রি করতেন।
তদন্তের বরাত দিয়ে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাসন্তীর সঙ্গে তাঁদের বাড়ির পাশে যৌন সম্পর্ক গড়তে গিয়েছিলেন একরামুল। একপর্যায়ে বাসন্তী রানী বিরক্ত হয়ে ধাক্কা দেন। তখন পাশে থাকা এক খুঁটির সঙ্গে মাথায় আঘাত পান একরামুল। এতে ঘটনাস্থলেই মারা যান একরাম।
পরে বাসন্তী ও তাঁর ছেলে মিলে একরামের লাশ পাশের খেতে রেখে আসেন বলে জবানবন্দির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৩১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৩৩ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে