ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৭ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৮ মিনিট আগে