প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে