Ajker Patrika

বগুড়ায় টানা দুই দিন করোনায় কোনো মৃত্যু নেই 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩০
বগুড়ায় টানা দুই দিন করোনায় কোনো মৃত্যু নেই 

বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ও এর উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে টানা দুই দিন এই জেলায় কেউ মারা যায়নি। এর আগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার এবং চলতি মাসের ১০ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর জেলায় কোনো মৃত্যুর ঘটনা ছিল না। 

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১৩টি নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় জেলায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭ শতাংশ। 

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন কোনো মৃত্যুর ঘটনা না থাকায় জেলায় মোট মৃত্যু ৭৯০ জনেই অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪৮ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৩ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত