বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামে এক পরিবারকে প্রভাবশালীর নির্দেশে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বসতঘরের সামনে নেটের বেড়া দিয়ে ওই পরিবারটিকে অরুদ্ধ করে রাখা হয়। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পায় ওই পরিবার। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে চাকরাইল গ্রামের কুলসুম বেগমের (৪৮) বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় একই গ্রামের বাবু (৫০) মিজানুর রহমান (৫০), শামিম (২৮), রেজ্জাক (৪৫), মিনা বেগমসহ (৪৫) ৫ জন প্রতিবেশী।
এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নেটের বেড়া তুলতে না পেরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। কিন্তু চেয়ারম্যানও এই বিষয়টি মীমাংসা করতে পারেননি।
এরপর ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ করলে সন্ধ্যায় বদলগাছী থানার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এসআই মেহেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ বাড়ির সামনে থেকে নেটের বেড়া তুলে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস বলেন, গত ৪ মার্চ জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী বাবু স্থানীয় প্রভাবশালী জালালের (৬৫) কথায় সেখানে বেড়া দেন। সকাল থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমি বেড়া সরাতে বললেও আমার কথা শোনেনি। আমার বিচার তারা মানেনি।’
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় উভয়ের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারের তারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’

নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামে এক পরিবারকে প্রভাবশালীর নির্দেশে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বসতঘরের সামনে নেটের বেড়া দিয়ে ওই পরিবারটিকে অরুদ্ধ করে রাখা হয়। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পায় ওই পরিবার। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে চাকরাইল গ্রামের কুলসুম বেগমের (৪৮) বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় একই গ্রামের বাবু (৫০) মিজানুর রহমান (৫০), শামিম (২৮), রেজ্জাক (৪৫), মিনা বেগমসহ (৪৫) ৫ জন প্রতিবেশী।
এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নেটের বেড়া তুলতে না পেরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। কিন্তু চেয়ারম্যানও এই বিষয়টি মীমাংসা করতে পারেননি।
এরপর ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ করলে সন্ধ্যায় বদলগাছী থানার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এসআই মেহেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ বাড়ির সামনে থেকে নেটের বেড়া তুলে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস বলেন, গত ৪ মার্চ জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী বাবু স্থানীয় প্রভাবশালী জালালের (৬৫) কথায় সেখানে বেড়া দেন। সকাল থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমি বেড়া সরাতে বললেও আমার কথা শোনেনি। আমার বিচার তারা মানেনি।’
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় উভয়ের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারের তারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৬ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৭ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে