Ajker Patrika

বগুড়ায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৮

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
বগুড়ায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৮
বগুড়ায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে একটি স্কুলশিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আট শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন থেকে সামিট স্কুল অ্যান্ড কলেজের একটি বাস শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার সময়, বিপরীত দিক থেকে আসা সিমেন্টের খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি সিএনজিচালিত একটি গাড়িকে ওভারটেক করছিল।

পরে স্থানীয় বাসিন্দারা ও শিক্ষক-কর্মচারীরা এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। আহত শিক্ষার্থীদের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

স্কুলের পরিচালক সাইফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণির মোসাম্মৎ খাদিজা (১৩), অষ্টম শ্রেণির দোয়া খাতুন (১৪), ষষ্ঠ শ্রেণির তমালিকা সরকার (১১) ছাড়াও পাঁচজন ছাত্র রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে।

স্কুলবাসের চালক গোপাল দত্ত জানান, শিক্ষার্থীদের বহনকারী ১০ নম্বর বাসটি মহাসড়ক থেকে স্কুলে প্রবেশ করছিল। এ সময় সিমেন্ট কোম্পানির ট্রাকটি দ্রুতগতিতে এসে বাসের সামনের অংশে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আট শিক্ষার্থী আহত হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসটি শিক্ষাপ্রতিষ্ঠানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত