সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পালের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে ওই দুই শিক্ষককের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার ঘোষণায় বিক্ষোভ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীরা তদন্ত কমিটিতে তাকে না রাখার জন্য ইউএনওর কাছে জোর দাবি জানায়।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গত মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। কয়েক দিন পার হলেও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সকালে শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের অপসারণ, পদচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিলসহকারে সড়ক অবরোধ করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা জানায়, ‘হেড স্যারের কাছে প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করেন, ভয়ভীতি দেখান। ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ ছাড়াও সহকারী শিক্ষক বাবুল পাল অপর এক ছাত্রীকে একই প্রস্তাব দেন।’
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন। বাবুল পালকে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, ‘দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পালের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে ওই দুই শিক্ষককের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার ঘোষণায় বিক্ষোভ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীরা তদন্ত কমিটিতে তাকে না রাখার জন্য ইউএনওর কাছে জোর দাবি জানায়।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গত মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। কয়েক দিন পার হলেও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সকালে শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের অপসারণ, পদচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিলসহকারে সড়ক অবরোধ করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা জানায়, ‘হেড স্যারের কাছে প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করেন, ভয়ভীতি দেখান। ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ ছাড়াও সহকারী শিক্ষক বাবুল পাল অপর এক ছাত্রীকে একই প্রস্তাব দেন।’
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন। বাবুল পালকে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, ‘দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২১ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে