উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীর (২০) আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’
অভিযুক্ত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুণী জানান, ফেসবুকে পরিচয় ও ফোন আলাপের একপর্যায়ে প্রায় দুই বছর আগে জাকিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত জাকির তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় জাকির তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তুলে রাখেন। এক সপ্তাহ ধরে তিনি জাকিরকে দ্রুত বিয়ের জন্য চাপ দিলে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে জাকির আবারও তাঁর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেন এবং বাড়ি থেকে পালিয়ে যান জাকির। পরে সেসব ছবি তাঁর পরিবার ও এলাকার লোকজনের কাছে ছড়িয়ে পড়লে লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ভুক্তভোগী ওই তরুণী। পরে জাকির হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী তরুণী।
ভুক্তভোগী তরুণীর বাবা গণমাধ্যমকে জানান, তাঁর মেয়ের নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁদের সম্মানহানি হয়েছে। সমাজে মুখ দেখানো তাঁদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁরা জাকিরের পরিবারের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের ব্যাপারে কয়েক দফা আলোচনা ও অনুরোধ জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত জাকিরের পরিবার বিয়েতে রাজি হয়নি। বরং থানায় তাঁর মেয়ে অভিযোগ দেওয়ার পর থেকে জাকিরের পরিবারের পক্ষ থেকে তাঁদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে জাকিরের বাবার সঙ্গে কথা বলতে চাইলে, তিনিও রাজি হননি।
তবে জাকিরের চাচাতো ভাই আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবার জাকিরের কর্মকাণ্ডের দায় গ্রহণ করবে না। মেয়ে পক্ষ যেহেতু আইনের আশ্রয় নিয়েছে, সে ক্ষেত্রে আইনে জাকিরের যা হয় তাই হবে।’ তবে বর্তমানে মেয়ে পক্ষকে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীর (২০) আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’
অভিযুক্ত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুণী জানান, ফেসবুকে পরিচয় ও ফোন আলাপের একপর্যায়ে প্রায় দুই বছর আগে জাকিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত জাকির তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় জাকির তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তুলে রাখেন। এক সপ্তাহ ধরে তিনি জাকিরকে দ্রুত বিয়ের জন্য চাপ দিলে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে জাকির আবারও তাঁর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেন এবং বাড়ি থেকে পালিয়ে যান জাকির। পরে সেসব ছবি তাঁর পরিবার ও এলাকার লোকজনের কাছে ছড়িয়ে পড়লে লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ভুক্তভোগী ওই তরুণী। পরে জাকির হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী তরুণী।
ভুক্তভোগী তরুণীর বাবা গণমাধ্যমকে জানান, তাঁর মেয়ের নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁদের সম্মানহানি হয়েছে। সমাজে মুখ দেখানো তাঁদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁরা জাকিরের পরিবারের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের ব্যাপারে কয়েক দফা আলোচনা ও অনুরোধ জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত জাকিরের পরিবার বিয়েতে রাজি হয়নি। বরং থানায় তাঁর মেয়ে অভিযোগ দেওয়ার পর থেকে জাকিরের পরিবারের পক্ষ থেকে তাঁদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে জাকিরের বাবার সঙ্গে কথা বলতে চাইলে, তিনিও রাজি হননি।
তবে জাকিরের চাচাতো ভাই আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবার জাকিরের কর্মকাণ্ডের দায় গ্রহণ করবে না। মেয়ে পক্ষ যেহেতু আইনের আশ্রয় নিয়েছে, সে ক্ষেত্রে আইনে জাকিরের যা হয় তাই হবে।’ তবে বর্তমানে মেয়ে পক্ষকে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে