বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন তিনি।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, শাহাদত আলম ঝুনুকে অসুস্থ অবস্থায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়।
বিকেল ৪টার দিকে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ, গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের আগে ও পরে বগুড়া সদর থানায় তার নামে হত্যাসহ সাতটি মামলা দায়ের করা হয়।

বগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন তিনি।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, শাহাদত আলম ঝুনুকে অসুস্থ অবস্থায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়।
বিকেল ৪টার দিকে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ, গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের আগে ও পরে বগুড়া সদর থানায় তার নামে হত্যাসহ সাতটি মামলা দায়ের করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
৩১ মিনিট আগে