ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে