নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী মহানগরীতে চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পরিস্থিতি বিবেচনায় আজ (মঙ্গলবার) দুপুরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কখন বিজিবি প্রত্যাহার করা হবে, সেটি আপাতত বলা যাচ্ছে না। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘আজ পরিস্থিতি বেশ উত্তপ্ত। এ জন্য আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আজ মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত রয়েছে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাস দখলে রেখেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলে বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। তাঁরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন।
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। তাঁরাও কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও নগরীর সাহেববাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী কলেজে সংঘর্ষ চলছিল। শহরের তালাইমারী এলাকায় অবস্থান করছিলেন আন্দোলনরত কিছু শিক্ষার্থী।
এর আগে বিকেলে নগরীর দড়িখড়বোনা এলাকায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনির কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজশাহীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী মহানগরীতে চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পরিস্থিতি বিবেচনায় আজ (মঙ্গলবার) দুপুরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কখন বিজিবি প্রত্যাহার করা হবে, সেটি আপাতত বলা যাচ্ছে না। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘আজ পরিস্থিতি বেশ উত্তপ্ত। এ জন্য আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আজ মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত রয়েছে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাস দখলে রেখেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলে বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। তাঁরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন।
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। তাঁরাও কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও নগরীর সাহেববাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী কলেজে সংঘর্ষ চলছিল। শহরের তালাইমারী এলাকায় অবস্থান করছিলেন আন্দোলনরত কিছু শিক্ষার্থী।
এর আগে বিকেলে নগরীর দড়িখড়বোনা এলাকায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনির কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজশাহীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে