Ajker Patrika

ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা, ১০ যুবক কারাগারে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা, ১০ যুবক কারাগারে

ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাবনার ভাঙ্গুড়ায় ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে রোববার রাতে উপজেলার নৌবাড়ীয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন–সোহাগ ইসলাম (২৫), রানা হামিদ (২২), মিলন হোসেন (২৮), হাসান আলী (২৬), রাসেল ইসলাম (২৪), ফারুক হোসেন (১৯), জনি হোসেন (২২), শ্রী সুমন (৩৬), সাখাওয়াত হোসেন শান্ত (২০) এবং শাকিল আহমেদ (২৭)। তাঁদের সবার বাড়ি রাজশাহী জেলার বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে ক্র্যাচ কার্ডের মাধ্যমে মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় কয়েকজন ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। পরে সেখান থেকে ১০ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ছয়টি এলইডি মনিটর, ছয়টি গ্যাসের চুলা, একটি রাইচ কুকার, ছয়টি ব্লেন্ডার, পাঁচটি স্পিকার, সাতটি স্কুলব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার যুবকেরা ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত