পাবনা প্রতিনিধি

ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় পাবনা কাশিনাথপুর শাখা অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক আনোয়ার হোসেন সাগর কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামিদের পক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি বলে জানা গেছে।
এর আগে ব্যাংকের টাকা উধাও হওয়ার অভিযোগ পেয়ে সাঁথিয়া থানা–পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংকের কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ তিনজনকে আটক করে। আজ (শুক্রবার) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তিন ব্যাংক কর্মকর্তারা হলেন–শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের একটি পরিদর্শক দল বৃহস্পতিবার সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখা পরিদর্শনে যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা উধাও হওয়ার অনিয়ম ধরা পড়ে।
ওই শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর পরিদর্শক দলকে টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করে।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। আর আর্থিক সংশ্লিষ্ট অনিয়ম হওয়ায় এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে দুদক।’
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওই ব্যাংক পরিদর্শনে গিয়ে টাকার বড় রকমের অনিয়ম পাই। তারা তিনজন টাকার হিসাব দিতে পারেননি। আবার ব্যাংকের ভল্টেও ওই পরিমাণ টাকা কম ছিল। তাই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কীভাবে কি হলো আরও অধিকতর তদন্ত হবে।’

ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় পাবনা কাশিনাথপুর শাখা অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক আনোয়ার হোসেন সাগর কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামিদের পক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি বলে জানা গেছে।
এর আগে ব্যাংকের টাকা উধাও হওয়ার অভিযোগ পেয়ে সাঁথিয়া থানা–পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংকের কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ তিনজনকে আটক করে। আজ (শুক্রবার) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তিন ব্যাংক কর্মকর্তারা হলেন–শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের একটি পরিদর্শক দল বৃহস্পতিবার সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখা পরিদর্শনে যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা উধাও হওয়ার অনিয়ম ধরা পড়ে।
ওই শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর পরিদর্শক দলকে টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করে।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। আর আর্থিক সংশ্লিষ্ট অনিয়ম হওয়ায় এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে দুদক।’
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওই ব্যাংক পরিদর্শনে গিয়ে টাকার বড় রকমের অনিয়ম পাই। তারা তিনজন টাকার হিসাব দিতে পারেননি। আবার ব্যাংকের ভল্টেও ওই পরিমাণ টাকা কম ছিল। তাই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কীভাবে কি হলো আরও অধিকতর তদন্ত হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে