আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরের ঐতিহ্যবাহী হোটেল ষ্টার ও হোটেল ষ্টার আবাসিকের মালিকানা দখল নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে ষ্টার পরিবারের সদস্যরা দুটি হোটেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
২০১৬ সালে ওসমান গণীর ছেলে এস এম জুয়েলেকে এলাকা ছাড়া করে আপ্রকাশি এনজিও এর পাওনাদার নারীরা হোটেল ষ্টার দখলে নেয়। পাশাপাশি বগুড়া জেলা সিএনজি ও অটোচার্জার মালিক সমিতির সভাপতি নুর ইসলাম হোটেল ষ্টার আবাসিক দখল করে নেয়।
এ বিষয়ে প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট ভাই এস এম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খুলে গ্রাহকের কাছে থেকে আমানত গ্রহণ করে। পরবর্তীতে সেই আমানতের পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায়। পাওনাদাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে দখলে নেয় এবং কিছু নারীরা যৌথভাবে হোটেলে ব্যবসা করতে থাকে।’
তিনি বলেন, একপর্যায়ে সান্তাহার শহরের সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম নামের এক ব্যক্তি তাঁদের ষ্টার আবাসিক হোটেল দখল করে নেয়। ২০১৮ সালের দিকে নওগাঁ শহরের এক ব্যবসায়ী ফিরোজ হোসেন চৌধুরী রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় জাল লাইসেন্স তৈরি করে হোটেল ষ্টার তাঁর দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তাদের কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট তাঁর বাবার নামের লাইসেন্স তাঁদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক তাঁরা কাজ শুরু করে হোটেল নিজেদের কাছে ফিরে পেয়েছেন। তিনি আশা করেন বর্তমান সরকার এবং এলাকার জনগণ এক্ষেত্রে তাঁদের সাহায্যে করবে।
বিষয়টি নিয়ে ফিরোজ হোসেন চৌধুরী ও নুর ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।

দীর্ঘ আট বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরের ঐতিহ্যবাহী হোটেল ষ্টার ও হোটেল ষ্টার আবাসিকের মালিকানা দখল নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে ষ্টার পরিবারের সদস্যরা দুটি হোটেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
২০১৬ সালে ওসমান গণীর ছেলে এস এম জুয়েলেকে এলাকা ছাড়া করে আপ্রকাশি এনজিও এর পাওনাদার নারীরা হোটেল ষ্টার দখলে নেয়। পাশাপাশি বগুড়া জেলা সিএনজি ও অটোচার্জার মালিক সমিতির সভাপতি নুর ইসলাম হোটেল ষ্টার আবাসিক দখল করে নেয়।
এ বিষয়ে প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট ভাই এস এম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খুলে গ্রাহকের কাছে থেকে আমানত গ্রহণ করে। পরবর্তীতে সেই আমানতের পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায়। পাওনাদাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে দখলে নেয় এবং কিছু নারীরা যৌথভাবে হোটেলে ব্যবসা করতে থাকে।’
তিনি বলেন, একপর্যায়ে সান্তাহার শহরের সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম নামের এক ব্যক্তি তাঁদের ষ্টার আবাসিক হোটেল দখল করে নেয়। ২০১৮ সালের দিকে নওগাঁ শহরের এক ব্যবসায়ী ফিরোজ হোসেন চৌধুরী রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় জাল লাইসেন্স তৈরি করে হোটেল ষ্টার তাঁর দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তাদের কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট তাঁর বাবার নামের লাইসেন্স তাঁদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক তাঁরা কাজ শুরু করে হোটেল নিজেদের কাছে ফিরে পেয়েছেন। তিনি আশা করেন বর্তমান সরকার এবং এলাকার জনগণ এক্ষেত্রে তাঁদের সাহায্যে করবে।
বিষয়টি নিয়ে ফিরোজ হোসেন চৌধুরী ও নুর ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে