নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে ওষুধের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামের অপর এক চিকিৎসক। আহত আশরাফুলকে আহত অবস্থায় প্রথমে নাটোর জেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওসমান গণি জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।
সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে জালালাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, জালালাবাদ বাজারে পাশাপাশি ওষুধের দোকান আশরাফুল ও ওসমান গণির। আশরাফুল পেশায় নতুন হলেও ওসমান গণি পুরোনো পল্লিচিকিৎসক।
বিভিন্ন সময় সমিতির নির্ধারিত দামের চেয়ে কমবেশি দামে ওষুধ কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।
সোমবার ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মীমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা। রাত সাড়ে ৮টার দিকে অতর্কিতভাবে ওসমান ও তাঁর ভাতিজা কাওসার আশরাফুলের দোকানে এসে তাঁকে মারপিট শুরু করেন। হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে ওষুধের পাতা কাটার কাঁচি আশরাফুলের ডান হাতে ঢুকিয়ে দেন ওসমান।
আশরাফুলের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে গেলে স্থানীয় সাংবাদিকদের বাধা দেন ওসমান গণির আত্মীয় ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে আহত আশরাফুল ইসলাম বলেন, ‘ওসমান কেন ওষুধের দাম সমিতির বেঁধে দেওয়া দামের চেয়ে কম রেখেছে, সেটাই শুধু জানতে চেয়েছিলাম। তারপর রাতে তার ভাতিজাকে এনে আমার হাতে আঘাত করে।’
তবে অভিযুক্ত ওসমান গণি বলেন, ‘কম দামে ওষুধ বিক্রির জন্য আমার দোকানে এসে আশরাফুল শাসিয়ে যায়। সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে। এ সময় সে আমাকে আঘাত করতে গিয়ে তার হাতে থাকা কাঁচি তার হাতেই ঢুকে যায়। আমি নিজেও আহত। হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।’
নাটোর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আশরাফুলের হাতের রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাঁকে রামেকে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুই চিকিৎসকের পূর্ববিরোধে এমন ঘটনা ঘটেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে ওষুধের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামের অপর এক চিকিৎসক। আহত আশরাফুলকে আহত অবস্থায় প্রথমে নাটোর জেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওসমান গণি জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।
সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে জালালাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, জালালাবাদ বাজারে পাশাপাশি ওষুধের দোকান আশরাফুল ও ওসমান গণির। আশরাফুল পেশায় নতুন হলেও ওসমান গণি পুরোনো পল্লিচিকিৎসক।
বিভিন্ন সময় সমিতির নির্ধারিত দামের চেয়ে কমবেশি দামে ওষুধ কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।
সোমবার ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মীমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা। রাত সাড়ে ৮টার দিকে অতর্কিতভাবে ওসমান ও তাঁর ভাতিজা কাওসার আশরাফুলের দোকানে এসে তাঁকে মারপিট শুরু করেন। হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে ওষুধের পাতা কাটার কাঁচি আশরাফুলের ডান হাতে ঢুকিয়ে দেন ওসমান।
আশরাফুলের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে গেলে স্থানীয় সাংবাদিকদের বাধা দেন ওসমান গণির আত্মীয় ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে আহত আশরাফুল ইসলাম বলেন, ‘ওসমান কেন ওষুধের দাম সমিতির বেঁধে দেওয়া দামের চেয়ে কম রেখেছে, সেটাই শুধু জানতে চেয়েছিলাম। তারপর রাতে তার ভাতিজাকে এনে আমার হাতে আঘাত করে।’
তবে অভিযুক্ত ওসমান গণি বলেন, ‘কম দামে ওষুধ বিক্রির জন্য আমার দোকানে এসে আশরাফুল শাসিয়ে যায়। সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে। এ সময় সে আমাকে আঘাত করতে গিয়ে তার হাতে থাকা কাঁচি তার হাতেই ঢুকে যায়। আমি নিজেও আহত। হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।’
নাটোর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আশরাফুলের হাতের রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাঁকে রামেকে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুই চিকিৎসকের পূর্ববিরোধে এমন ঘটনা ঘটেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৪৪ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
২ ঘণ্টা আগে