প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যান তাঁরা।
আজ সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার দুজন করে এবং নওগাঁ, সিরাজগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। এঁদের মধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মোট চারজন করোনা পজিটিভ ছিলেন। একই সঙ্গে করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে কুষ্টিয়া, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন মারা গেছেন। বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।
মৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১-২০ বছর বয়সের মধ্যে একজন নারী, ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ছিলেন। এ নিয়ে চলতি আগস্টের সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে মারা গেছেন ৪০৫ জন।
আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০৩। উপসর্গ নিয়ে আছেন ১৩৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি আছেন ৭১ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট রোগীর সংখ্যা ৪০৭ জন। তাঁদের মধ্যে রাজশাহীর ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৩৬ জন, পাবনার ৭০ জন, কুষ্টিয়ার ১১ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার ৩ জন করে, বগুড়ার ২ জন এবং মেহেরপুরের ১ জন রয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ১৯ দশমিক ৩৩ শতাংশ। অপরদিকে, শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৩০ দশমিক ২১ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যান তাঁরা।
আজ সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার দুজন করে এবং নওগাঁ, সিরাজগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। এঁদের মধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মোট চারজন করোনা পজিটিভ ছিলেন। একই সঙ্গে করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে কুষ্টিয়া, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন মারা গেছেন। বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।
মৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১-২০ বছর বয়সের মধ্যে একজন নারী, ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ছিলেন। এ নিয়ে চলতি আগস্টের সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে মারা গেছেন ৪০৫ জন।
আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০৩। উপসর্গ নিয়ে আছেন ১৩৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি আছেন ৭১ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট রোগীর সংখ্যা ৪০৭ জন। তাঁদের মধ্যে রাজশাহীর ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৩৬ জন, পাবনার ৭০ জন, কুষ্টিয়ার ১১ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার ৩ জন করে, বগুড়ার ২ জন এবং মেহেরপুরের ১ জন রয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ১৯ দশমিক ৩৩ শতাংশ। অপরদিকে, শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৩০ দশমিক ২১ শতাংশ।

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
৪ মিনিট আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৯ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৯ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে