নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ডটি আসলেই তাঁর কি না তা নিয়ে তদন্তকাজ শেষ হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি মাহবুবুল আলমেরই।
যদিও এই কথোপকথন নিজের নয় বলে দাবি করেছিলেন মাহবুবুল আলম।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অডিও রেকর্ডে যার কথা শোনা যাচ্ছে তিনি তৎকালীন ওসি মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে পাঠানো হয়েছে। তিনি এটি পুলিশ সদর দপ্তরে পাঠাবেন। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামে এক নারী। এর সঙ্গে ওসির সঙ্গে কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটিও দেন তিনি।
ওই রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এলাকায় কোনো পদায়ন কিংবা বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন না। এদিকে এই অভিযোগ পাওয়ার পর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটিও। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পাঁচ দিনের সময় দেন এসপি। গত সোমবার কমিটি প্রতিবেদন দিয়েছে।

রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ডটি আসলেই তাঁর কি না তা নিয়ে তদন্তকাজ শেষ হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি মাহবুবুল আলমেরই।
যদিও এই কথোপকথন নিজের নয় বলে দাবি করেছিলেন মাহবুবুল আলম।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অডিও রেকর্ডে যার কথা শোনা যাচ্ছে তিনি তৎকালীন ওসি মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে পাঠানো হয়েছে। তিনি এটি পুলিশ সদর দপ্তরে পাঠাবেন। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামে এক নারী। এর সঙ্গে ওসির সঙ্গে কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটিও দেন তিনি।
ওই রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এলাকায় কোনো পদায়ন কিংবা বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন না। এদিকে এই অভিযোগ পাওয়ার পর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটিও। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পাঁচ দিনের সময় দেন এসপি। গত সোমবার কমিটি প্রতিবেদন দিয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে