বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে