ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। ছয় দিনে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আজ মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
ঈশ্বরদীর খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৪০ টাকায়। আজ সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে বাজারেও অস্থিরতা তৈরি হয়। গত সপ্তাহ থেকে বাজারে পেঁয়াজ কম আসছে। পাশাপাশি পাবনার পাইকারি মোকামে স্থানীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, বাজারে পেঁয়াজ কম আসছে। সে জন্য সব জাতের পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে।
ফরহাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের দামের কোনো ঠিকঠিকানা নেই। সকালে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হলেও দুপুরে দাম হাঁকাচ্ছে ৬৫ টাকা। আবার দোকানভেদে ৬০ টাকাও দাম চাওয়া হচ্ছে।
দড়িনারিচা এলাকার বাসিন্দা শান্তনা বেগম বলেন, গত সপ্তাহে পাড়ার দোকান থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ সকালে আবার কিনতে গেলে দোকানদার প্রতি কেজির দাম রেখেছেন ৬০ টাকা।
হাজিরহাটের পেঁয়াজের পাইকারি মোকামের ব্যবসায়ী কামাল হোসেন মুঠোফোনে বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।
ব্যবসায়ী আরও বলেন, কয়েক দিন যাবৎ এলসি করা পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সোমবার এক মণ দেশি পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ১০০ টাকায়। আজ তা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ টাকায়।
ঈশ্বরদী বাজারে খুচরা ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, প্রতিদিনই পেঁয়াজ কেজিতে পাঁচ-ছয় করে দাম টাকা করে বাড়ছে। দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আমাদের ওপর ভীষণ রেগে যাচ্ছেন।
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইসলাম বলেন, অধিক মুনাফার জন্য বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হবে।

পাবনার ঈশ্বরদীতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। ছয় দিনে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আজ মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
ঈশ্বরদীর খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৪০ টাকায়। আজ সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে বাজারেও অস্থিরতা তৈরি হয়। গত সপ্তাহ থেকে বাজারে পেঁয়াজ কম আসছে। পাশাপাশি পাবনার পাইকারি মোকামে স্থানীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, বাজারে পেঁয়াজ কম আসছে। সে জন্য সব জাতের পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে।
ফরহাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের দামের কোনো ঠিকঠিকানা নেই। সকালে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হলেও দুপুরে দাম হাঁকাচ্ছে ৬৫ টাকা। আবার দোকানভেদে ৬০ টাকাও দাম চাওয়া হচ্ছে।
দড়িনারিচা এলাকার বাসিন্দা শান্তনা বেগম বলেন, গত সপ্তাহে পাড়ার দোকান থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ সকালে আবার কিনতে গেলে দোকানদার প্রতি কেজির দাম রেখেছেন ৬০ টাকা।
হাজিরহাটের পেঁয়াজের পাইকারি মোকামের ব্যবসায়ী কামাল হোসেন মুঠোফোনে বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।
ব্যবসায়ী আরও বলেন, কয়েক দিন যাবৎ এলসি করা পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সোমবার এক মণ দেশি পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ১০০ টাকায়। আজ তা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ টাকায়।
ঈশ্বরদী বাজারে খুচরা ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, প্রতিদিনই পেঁয়াজ কেজিতে পাঁচ-ছয় করে দাম টাকা করে বাড়ছে। দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আমাদের ওপর ভীষণ রেগে যাচ্ছেন।
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইসলাম বলেন, অধিক মুনাফার জন্য বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে