নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে