পাবনা প্রতিনিধি

ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ হয়ে কীভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন সেটি বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পরার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়।’
বুধবার রাত সাড়ে আটটার দিকে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এর আগে দলীয় কার্যালয়ে তিনি ফিতা কেটে স্মার্ট কর্নার উদ্বোধন করেন।
কবির বিন আনোয়ার বলেন, ড. ইউনূস প্রসঙ্গ স্বাধীনতা বিরোধী শক্তির বানানো একটি বিষয়। তারা সেটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পড়ার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর কি অবদান তা বোধগম্য নয়।’
সাবেক মন্ত্রী পরিষদ সচিব বলেন, ‘তিনি (ড. ইউনূস) একজন ব্যক্তি। আর আমরা কথা বলছি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে। আমরা বলছি, রাষ্ট্রের সামনে নির্বাচন, বিশ্ব মন্দা চলছে। এই সময় আমরা কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই মন্দা মোকাবিলা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু একটি অপশক্তি একজন ব্যক্তির ব্যক্তিগত মামলার বিষয়াদি সামনে আনার চেষ্টা করছে। অবশ্যই তিনি সম্মানিত ব্যক্তি। আমরা তাঁর কাজকে সম্মান জানাই। কারণ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরও আমার কাছে মনে হয় এসব প্রসঙ্গ অবান্তর। এটি একটি ব্যক্তির সঙ্গে আদালতের বিচারাধীন বিষয়। আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কর্নার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহসভাপতি আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) ড. মো. ফসিউর রহমান, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহত আলী মালিথা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য সাকিবুর রহমান শরীফ কনক সহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ হয়ে কীভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন সেটি বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পরার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়।’
বুধবার রাত সাড়ে আটটার দিকে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এর আগে দলীয় কার্যালয়ে তিনি ফিতা কেটে স্মার্ট কর্নার উদ্বোধন করেন।
কবির বিন আনোয়ার বলেন, ড. ইউনূস প্রসঙ্গ স্বাধীনতা বিরোধী শক্তির বানানো একটি বিষয়। তারা সেটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পড়ার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর কি অবদান তা বোধগম্য নয়।’
সাবেক মন্ত্রী পরিষদ সচিব বলেন, ‘তিনি (ড. ইউনূস) একজন ব্যক্তি। আর আমরা কথা বলছি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে। আমরা বলছি, রাষ্ট্রের সামনে নির্বাচন, বিশ্ব মন্দা চলছে। এই সময় আমরা কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই মন্দা মোকাবিলা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু একটি অপশক্তি একজন ব্যক্তির ব্যক্তিগত মামলার বিষয়াদি সামনে আনার চেষ্টা করছে। অবশ্যই তিনি সম্মানিত ব্যক্তি। আমরা তাঁর কাজকে সম্মান জানাই। কারণ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরও আমার কাছে মনে হয় এসব প্রসঙ্গ অবান্তর। এটি একটি ব্যক্তির সঙ্গে আদালতের বিচারাধীন বিষয়। আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কর্নার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহসভাপতি আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) ড. মো. ফসিউর রহমান, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহত আলী মালিথা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য সাকিবুর রহমান শরীফ কনক সহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৬ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪১ মিনিট আগে