প্রতিনিধি, বগুড়া সদর (বগুড়া)

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নয়জন এবং উপসর্গে আরও ছয়জন মারা গেছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে চারজন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) তিনজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে দুজন। নতুন নয়জনের মৃত্যু নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৫৩ জনে।
এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে শজিমেক হাসপাতালে চারজন ও মোহাম্মদ আলী হাসপাতালে দুজন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছ।
ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৪২৭ জন।
একই সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৫ জন। এ হিসাবে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৬২৯ জন রোগী।
ডা. সাজ্জাদ-উল-হক আরও জানান, নতুন শনাক্তদের মধ্য সদর উপজেলার ৯৬ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জ ও ধুনটে নয়জন করে, গাবতলীতে সাতজন, সারিয়াকান্দি, দুপচাঁচিয়ায়, নন্দীগ্রাম ও শেরপুরে ছয়জন করে, কাহালুতে পাঁচজন, সোনাতলায় চারজন ও আদমদীঘি উপজেলায় দুজন রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক দুই শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ২৪টি নমুনায় ১২ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬২টি নমুনায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নয়জন এবং উপসর্গে আরও ছয়জন মারা গেছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে চারজন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) তিনজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে দুজন। নতুন নয়জনের মৃত্যু নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৫৩ জনে।
এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে শজিমেক হাসপাতালে চারজন ও মোহাম্মদ আলী হাসপাতালে দুজন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছ।
ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৪২৭ জন।
একই সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৫ জন। এ হিসাবে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৬২৯ জন রোগী।
ডা. সাজ্জাদ-উল-হক আরও জানান, নতুন শনাক্তদের মধ্য সদর উপজেলার ৯৬ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জ ও ধুনটে নয়জন করে, গাবতলীতে সাতজন, সারিয়াকান্দি, দুপচাঁচিয়ায়, নন্দীগ্রাম ও শেরপুরে ছয়জন করে, কাহালুতে পাঁচজন, সোনাতলায় চারজন ও আদমদীঘি উপজেলায় দুজন রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক দুই শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ২৪টি নমুনায় ১২ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬২টি নমুনায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
১৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৩৩ মিনিট আগে