প্রতিনিধি

রাজশাহী: বাংলাদেশ রেলওয়ের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন রাজশাহীর ছয় হাজার যাত্রী। সর্বাত্মক লকডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টিকিটের মূল্য হিসেবে তাঁরা এই টাকা পাবেন। টিকিটের বদলে টাকা ফেরত নিতে এসব যাত্রীরা স্টেশনে ঘুরছেন। কিন্তু তাঁদের টাকা দিতে পারছে না কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকালে টিকিট ফেরত দিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান নগরীর কাদিরগঞ্জের বাসিন্দা তৌহিদুল ইসলাম (৪০)। এ সময় তিনি জানান, গত ১২ জুন রাতে তাঁর রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। এ জন্য আগাম টিকিট কেটেছিলেন। কিন্তু এরই মধ্যে লকডাউন দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাই টিকিট ফেরত দিতে এসেছেন তিনি। কিন্তু ফেরত নেওয়ার মত কাউকেই স্টেশনে পাননি তিনি।
রেলওয়ে স্টেশনের সামনেই দাঁড়িয়ে ছিলেন নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা শরিফা খাতুন। তিনি অভিযোগ করে বলেন, 'গত বৃহস্পতিবারে ট্রেনের টিকিট কিনে নিয়ে যাই। কিন্তু শুক্রবার বিকেল থেকেই লকডাউন শুরু হওয়ার কথা শুনেই ওই দিন সকালেই টিকিট ফেরত দিতে এসেছিলাম। কিন্তু টিকিট ফেরত নেওয়া হয়নি। কাউন্টার থেকে জানানো হয়, শুক্রবার ছুটির দিন। তাই রোববার টিকিট ফেরত নেওয়া হবে। আবারও দুই দিন পর আসলে জানানো হয় লকডাউন শেষ না হলে টাকা ফেরত দেওয়া যাবে না।'
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, 'গত ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন রুটের আগাম টিকিট বিক্রি করা হয়েছিল। ট্রেনের অর্ধেক আসনের মধ্যে ২৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছিল। কিন্তু ১১ জুন থেকেই ট্রেন বন্ধ হয়ে যায়। এখন যাত্রীদের শতভাগ টাকা ফেরত দিতে হবে।'
স্টেশন ব্যবস্থাপক আরও বলেন, 'চার দিনের ছয় হাজারের মত যাত্রী প্রায় ২১ লাখ টাকা ফেরত পাবেন। কিন্তু কাউন্টারে টিকিট বিক্রির পরই টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়। টাকা আর স্টেশনে থাকে না। অনলাইনের টিকিটেরও টাকা অনলাইনের মাধ্যমেই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। সেই টাকাও হাতে পাওয়া যায় না। ফলে যাত্রীদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না।'
বিষয়টি চিঠি দিয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে জানিয়ে স্টেশন ব্যবস্থাপক বলেন, টাকা ফেরত দেওয়ার জন্য সরকার থেকে বরাদ্দ না দেওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে। তবে যাত্রীদের হতাশ হওয়ার কারণ নেই। তাঁরা টাকা ফেরত পাবেন। তবে লকডাউন শেষ না হলে টাকার ব্যবস্থা করা যাচ্ছে না। লকডাউন চলা পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী মহানগরে সর্বাত্মক লকডাউন ১১ জুন বিকেল থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয়।

রাজশাহী: বাংলাদেশ রেলওয়ের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন রাজশাহীর ছয় হাজার যাত্রী। সর্বাত্মক লকডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টিকিটের মূল্য হিসেবে তাঁরা এই টাকা পাবেন। টিকিটের বদলে টাকা ফেরত নিতে এসব যাত্রীরা স্টেশনে ঘুরছেন। কিন্তু তাঁদের টাকা দিতে পারছে না কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকালে টিকিট ফেরত দিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান নগরীর কাদিরগঞ্জের বাসিন্দা তৌহিদুল ইসলাম (৪০)। এ সময় তিনি জানান, গত ১২ জুন রাতে তাঁর রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। এ জন্য আগাম টিকিট কেটেছিলেন। কিন্তু এরই মধ্যে লকডাউন দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাই টিকিট ফেরত দিতে এসেছেন তিনি। কিন্তু ফেরত নেওয়ার মত কাউকেই স্টেশনে পাননি তিনি।
রেলওয়ে স্টেশনের সামনেই দাঁড়িয়ে ছিলেন নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা শরিফা খাতুন। তিনি অভিযোগ করে বলেন, 'গত বৃহস্পতিবারে ট্রেনের টিকিট কিনে নিয়ে যাই। কিন্তু শুক্রবার বিকেল থেকেই লকডাউন শুরু হওয়ার কথা শুনেই ওই দিন সকালেই টিকিট ফেরত দিতে এসেছিলাম। কিন্তু টিকিট ফেরত নেওয়া হয়নি। কাউন্টার থেকে জানানো হয়, শুক্রবার ছুটির দিন। তাই রোববার টিকিট ফেরত নেওয়া হবে। আবারও দুই দিন পর আসলে জানানো হয় লকডাউন শেষ না হলে টাকা ফেরত দেওয়া যাবে না।'
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, 'গত ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন রুটের আগাম টিকিট বিক্রি করা হয়েছিল। ট্রেনের অর্ধেক আসনের মধ্যে ২৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছিল। কিন্তু ১১ জুন থেকেই ট্রেন বন্ধ হয়ে যায়। এখন যাত্রীদের শতভাগ টাকা ফেরত দিতে হবে।'
স্টেশন ব্যবস্থাপক আরও বলেন, 'চার দিনের ছয় হাজারের মত যাত্রী প্রায় ২১ লাখ টাকা ফেরত পাবেন। কিন্তু কাউন্টারে টিকিট বিক্রির পরই টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়। টাকা আর স্টেশনে থাকে না। অনলাইনের টিকিটেরও টাকা অনলাইনের মাধ্যমেই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। সেই টাকাও হাতে পাওয়া যায় না। ফলে যাত্রীদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না।'
বিষয়টি চিঠি দিয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে জানিয়ে স্টেশন ব্যবস্থাপক বলেন, টাকা ফেরত দেওয়ার জন্য সরকার থেকে বরাদ্দ না দেওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে। তবে যাত্রীদের হতাশ হওয়ার কারণ নেই। তাঁরা টাকা ফেরত পাবেন। তবে লকডাউন শেষ না হলে টাকার ব্যবস্থা করা যাচ্ছে না। লকডাউন চলা পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী মহানগরে সর্বাত্মক লকডাউন ১১ জুন বিকেল থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে