সিরাজগঞ্জ প্রতিনিধি

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি-জামায়াতের ১০৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগে গঠন করেছেন আদালত। সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাশাপাশি ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক তানবীর আহমেদ এ অভিযোগ গঠন করেন। আদালতের এপিপি রফিকুল ইসলাম ও আসামি পক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম অভিযোগ গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, উল্লাপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবলু, জামায়াত নেতা রফিকুল ইসলাম প্রধান, সাইদুর রহমান, তৈয়ব আলী।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার বিএনপি ও জামায়াতের ২ থেকে ৩ হাজার নেতা-কর্মী নাশকতা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় উল্লাপাড়ার শ্রীখোলা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়িতে হামলা চালান। ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন।
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সবুজ রানা বাদী হয়ে মামলা করেন। এতে জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল (বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল) রফিকুল ইসলাম খানসহ বিএনপি-জামায়াতের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে বিএনপি-জামায়াতের ১০৯ নেতা-কর্মীকে আসামি করে ২০১৫ সালের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি-জামায়াতের ১০৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগে গঠন করেছেন আদালত। সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাশাপাশি ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক তানবীর আহমেদ এ অভিযোগ গঠন করেন। আদালতের এপিপি রফিকুল ইসলাম ও আসামি পক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম অভিযোগ গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, উল্লাপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবলু, জামায়াত নেতা রফিকুল ইসলাম প্রধান, সাইদুর রহমান, তৈয়ব আলী।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার বিএনপি ও জামায়াতের ২ থেকে ৩ হাজার নেতা-কর্মী নাশকতা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় উল্লাপাড়ার শ্রীখোলা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়িতে হামলা চালান। ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন।
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সবুজ রানা বাদী হয়ে মামলা করেন। এতে জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল (বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল) রফিকুল ইসলাম খানসহ বিএনপি-জামায়াতের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে বিএনপি-জামায়াতের ১০৯ নেতা-কর্মীকে আসামি করে ২০১৫ সালের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে