Ajker Patrika

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের আলটিমেটাম

বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। ছবি: আজকের পত্রিকা
বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বগুড়া জেলার কিছু বহিরাগত চোর, বাটপার, ধান্দাবাজ একটা সিন্ডিকেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করেছে। যেখানে অছাত্র, ফুল বিক্রেতা, দুর্নীতিবাজেরা স্থান পেয়েছে। আমরা বগুড়া জেলার মাটির সন্তানেরা গত ১৫ বছর সবচেয়ে বেশি বঞ্চিত ও বৈষম্যের শিকার। জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের বগুড়ায় আমরা আবারও বঞ্চিত হলাম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ছাত্রলীগের মতো এ সিন্ডিকেট কমিটি মানি না। আর কোনো ধরনের বৈষম্য মেনে নেব না।’

বক্তারা আরও বলেন, ‘কেন্দ্রীয় সব নেতার কাছে অনুরোধ করব, এই তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কমুক্ত করে আবার বগুড়ার সব ছাত্রের সমন্বয়ে সর্বজনীন গ্রহণযোগ্য কমিটি করুন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান, তৌকী তাহমিদ, বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান শাহেদ, আল তুরাগ হুসাইন, মাহমুদুন্নবী মারুফসহ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত