রাবি প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে