রাবি প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৯ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৫ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে