Ajker Patrika

রাসিক মেয়রের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭: ১২
রাসিক মেয়রের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার রাতে নগর ভবনে মেয়রের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধিদলে ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দেবজ্যোতি চন্দ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. সান্তুন চট্টোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস ও কলকাতা বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার।

সাক্ষাৎকালে অতিথিদের শুভেচ্ছা উপহার দেন রাসিক মেয়র। এ সময় অতিথিরা রাজশাহী নগরীর সৌন্দর্য দেখে তাঁদের মুগ্ধতার কথা জানান এবং মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...