শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বর্তমান সংসদ সদস্যের ছেলে, শ্যালক, শাশুড়িসহ চারজন। এ ছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১০ জন। ঘনিষ্ঠ আত্মীয়দের তিনজন মনোনয়নপত্র জমা দেওয়ায় বিষয়ে স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
২৯ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া চার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ আসনের বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরীফ সঞ্চয়, তাঁর শ্যালক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও শাশুড়ি মোছা. ফাতেমা বেগম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাকী, শিবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল শাফি তালুকদার, সাবেক ছাত্রদল নেতা শাহ নেওয়াজ বিপুল, আরিফ প্রামাণিক ও গণেশ প্রসাদ কানু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁরা হলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা খাতুন, ময়দানহাট্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানজিলা আক্তার পপি, ববিতা ফেরদৌসী ও রুলি বিবি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৪ জন প্রার্থী পাওয়া গেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। ৯ থেকে ১১ মে (তিন দিন) আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে ও প্রতীক বরাদ্দ ১৩ মে।’

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বর্তমান সংসদ সদস্যের ছেলে, শ্যালক, শাশুড়িসহ চারজন। এ ছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১০ জন। ঘনিষ্ঠ আত্মীয়দের তিনজন মনোনয়নপত্র জমা দেওয়ায় বিষয়ে স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
২৯ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া চার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ আসনের বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরীফ সঞ্চয়, তাঁর শ্যালক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও শাশুড়ি মোছা. ফাতেমা বেগম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাকী, শিবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল শাফি তালুকদার, সাবেক ছাত্রদল নেতা শাহ নেওয়াজ বিপুল, আরিফ প্রামাণিক ও গণেশ প্রসাদ কানু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁরা হলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা খাতুন, ময়দানহাট্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানজিলা আক্তার পপি, ববিতা ফেরদৌসী ও রুলি বিবি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৪ জন প্রার্থী পাওয়া গেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। ৯ থেকে ১১ মে (তিন দিন) আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে ও প্রতীক বরাদ্দ ১৩ মে।’

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৭ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৪ মিনিট আগে